Lockdown 5| লকডাউন ৫-এ খুলতে পারে জিম, কন্টেইনমেন্ট জোনে আরও কড়াকড়ি, জেনে নিন
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, বৈঠকে কন্টেইনমেন্ট জোনগুলি সিল করে দেওয়ার উপরেই জোর দিয়েছেন ক্যাবিনেট সচিব৷ একই সঙ্গে পয়লা জুন থেকে কী স্ট্র্যাটেজি নেওয়া যায়, তার জন্য রাজ্যগুলির কাছে পরামর্শও চেয়েছে কেন্দ্র৷
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, বৈঠকে কন্টেইনমেন্ট জোনগুলি সিল করে দেওয়ার উপরেই জোর দিয়েছেন ক্যাবিনেট সচিব৷ একই সঙ্গে পয়লা জুন থেকে কী স্ট্র্যাটেজি নেওয়া যায়, তার জন্য রাজ্যগুলির কাছে পরামর্শও চেয়েছে কেন্দ্র৷ বুধবারই News18 জানিয়েছিল, লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে৷ কেন্দ্রের এক আধিকারিক জানালেন, ৩১ মে-র পরে মূলত রাজ্যগুলিকেই সিদ্ধান্ত নিতে বলা হবে, তারা কী ধরনের লকডাউন নিয়ম রাখতে চায়৷
advertisement
গত ১৭ মে চতুর্থ পর্যায়ের লকডাউন ঘোষণার সময় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছিল কেন্দ্র৷ লকডাউন ৫-এ সম্ভবত, মন্দির ও জিমগুলি খুলতে পারে৷ গোয়া ও কর্নাটক সরকার অবশ্য চাইছে, হোটেল ও হসপিটালিটি সেক্টরকেও খুলে দিতে৷ তবে স্কুল, কলেজ, শপিং মল ও সিনেমা হল আরও দু সপ্তাহ বন্ধই থাকতে পারে বলে খবর৷ এরপর যদি সংশ্লিষ্ট রাজ্য সরকার নিজেদের মতো করে নিয়ম তৈরি করতে চায়, করতে পারে৷
advertisement
advertisement