দিল্লির পশ্চিমপুরিতে বিধ্বংসী আগুন। মঙ্গলবার গভীর রাতে আগুণে পুড়ে ছাই ২৫০-র বেশি ঝুপড়ি। (Image: Ajay/News18)
করোলবাগের আতঙ্ক কাটতে না কাটতেই আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লিতে। (Image: Ajay/News18)
আগুন লাগার আসল কারণ জানা না গেলেও, প্রাথমিক অনুমান শর্টসার্কিটের ফলেই আগুন লেগেছে। (Image: Ajay/News18)
দমকলের ২৮ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। আগুন নেভাতে প্রায় দুঘন্টা সময় লেগে যায়। (Image: Ajay/News18)
ঘটনাস্থল থেকে পরে উদ্ধার হয় গ্যাস সিলিন্ডার। পুলিস মনে করছে যে সিলিন্ডার ফেটেই আগুন এত বড় আকার নিয়েছিল। (Image: Ajay/News18)
রাত একটা নাগাদ দমকলে ফোন করে অবহিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৮ টি ইঞ্জিন (Image: Ajay/News18)
আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে প্রায় ২৫০টি ঝুপড়ি। (Image: Ajay/News18)
শতাধিক ঝুপড়ি পুড়ে যাওয়ায় ঠাণ্ডার মধ্যেই আশ্রয়হীন হয়ে পড়ছেন প্রচুর অসহায় মানুষ। (Image: Ajay/News18)
আগুনের গ্রাসে মাথার ছাদ তো গিয়েছেই সঙ্গে ঘরের সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কোনওটাই আর স্বাভাবিক নেই। (Image: Ajay/News18)
তবে সময়মতো ঝুপড়ি থেকে বেরিয়ে আশায় প্রাণহানির কোনও খবর নেই। (Image: Ajay/News18)
দেখুন সেই অগ্নিকান্ডের ভয়াবহ ছবি (Image: Ajay/News18)
বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং প্রসেস চালিয়ে যায় দমকল। (Image: Ajay/News18)
ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন এক মহিলা। (Image: Ajay/News18)
...