Marriage Chaos: বিয়ের আগের রাতে প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার বর, রাগে বিয়ে ভাঙল কনে, তারপর যা হল...

Last Updated:
Marriage Chaos: বিয়ের একদিন আগে বর নিখোঁজ হয়ে যায়। পুলিশ তাকে খুঁজে বের করে এবং সে বরযাত্রী নিয়েই কনের বাড়ি পৌঁছায়৷ কিন্তু বরকে দেখেই বিয়েতে অস্বীকার করে কনে, কেন জানুন পুরো ঘটনাটি...
1/9
অমেঠিতে একটি অবাক করা ঘটনা ঘটেছে। বিয়ের একদিন আগে বর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের অনেক খোঁজাখুঁজির পর যখন বর পাওয়া যায়নি, তখন তারা থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে।
অমেঠিতে একটি অবাক করা ঘটনা ঘটেছে। বিয়ের একদিন আগে বর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের অনেক খোঁজাখুঁজির পর যখন বর পাওয়া যায়নি, তখন তারা থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে।
advertisement
2/9
অভিযোগ দায়ের করার পরই পুলিশ বরের খোঁজে বের হয়। এরপর সেই অভিযুক্ত পাত্রকে পরিবারের হাতে হস্তান্তর করে।
অভিযোগ দায়ের করার পরই পুলিশ বরের খোঁজে বের হয়। এরপর সেই অভিযুক্ত পাত্রকে পরিবারের হাতে হস্তান্তর করে।
advertisement
3/9
বর এরপর বরযাত্রীর সঙ্গে কনের বাড়িতে পৌঁছাতেই ঘটনায় টুইস্ট। বরকে দেখেই বিয়ে করতে অস্বীকার করে কনে। এরপর কনেপক্ষ বর ও তার পরিবারের সদস্যদের বন্দী করে এবং তাদের কাছ থেকে বিয়ের খরচের টাকা দাবি করে।
বর এরপর বরযাত্রীর সঙ্গে কনের বাড়িতে পৌঁছাতেই ঘটনায় টুইস্ট। বরকে দেখেই বিয়ে করতে অস্বীকার করে কনে। এরপর কনেপক্ষ বর ও তার পরিবারের সদস্যদের বন্দী করে এবং তাদের কাছ থেকে বিয়ের খরচের টাকা দাবি করে।
advertisement
4/9
রাতভর দুই পক্ষের মধ্যে বিতর্ক চলছিল, এবং সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। লাভ হয়নি৷
রাতভর দুই পক্ষের মধ্যে বিতর্ক চলছিল, এবং সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। লাভ হয়নি৷
advertisement
5/9
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাজারশুক্ল থানা এলাকার পুরো খোদাবন্দ রস্তামাউ গ্রামের। গ্রামের এক তরুণীর বিয়ে পাশের জেলা অযোধ্যার উসরহা মীরমউ গ্রামের সোহনলাল যাদবের সঙ্গে ঠিক হয়েছিল। ২ ডিসেম্বর তারিখে বারাত আসার কথা ছিল।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাজারশুক্ল থানা এলাকার পুরো খোদাবন্দ রস্তামাউ গ্রামের। গ্রামের এক তরুণীর বিয়ে পাশের জেলা অযোধ্যার উসরহা মীরমউ গ্রামের সোহনলাল যাদবের সঙ্গে ঠিক হয়েছিল। ২ ডিসেম্বর তারিখে বারাত আসার কথা ছিল।
advertisement
6/9
কনে পক্ষ সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু ১ ডিসেম্বর, বর সোহনলাল নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজার পরও তাকে পাওয়া না গেলে, তার ভাই থানায় গুম হওয়ার অভিযোগ দায়ের করে। রিপোর্ট পাওয়ার পর পুলিশ সোহনলালকে বাজারশুক্ল থানার একটি গ্রাম থেকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়।
কনে পক্ষ সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু ১ ডিসেম্বর, বর সোহনলাল নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজার পরও তাকে পাওয়া না গেলে, তার ভাই থানায় গুম হওয়ার অভিযোগ দায়ের করে। রিপোর্ট পাওয়ার পর পুলিশ সোহনলালকে বাজারশুক্ল থানার একটি গ্রাম থেকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়।
advertisement
7/9
পুলিশের দাবি, সোহনলালকে তার প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। পরে, রাতের বেলা সোহনলাল কনে পক্ষের বাড়ি পৌঁছান৷
পুলিশের দাবি, সোহনলালকে তার প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। পরে, রাতের বেলা সোহনলাল কনে পক্ষের বাড়ি পৌঁছান৷
advertisement
8/9
কনে পক্ষ এরপর সব কিছু জানার পর বরকে দেখেই বিয়েতে অস্বীকার করে। কনে পক্ষ এরপর বর ও তার পরিবারের সদস্যদের বেঁধে রেখে বিয়েতে খরচের টাকা দাবি করে। 
কনে পক্ষ এরপর সব কিছু জানার পর বরকে দেখেই বিয়েতে অস্বীকার করে। কনে পক্ষ এরপর বর ও তার পরিবারের সদস্যদের বেঁধে রেখে বিয়েতে খরচের টাকা দাবি করে।
advertisement
9/9
পুলিশ এরপর দুই পক্ষকে থানায় ডেকে ঘটনার মীমাংসা করার চেষ্টা করে৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলেই জানা গিয়েছে৷ 
পুলিশ এরপর দুই পক্ষকে থানায় ডেকে ঘটনার মীমাংসা করার চেষ্টা করে৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলেই জানা গিয়েছে৷
advertisement
advertisement
advertisement