‌ভাইঝির সঙ্গে প্রেম!‌ গোপন মুহূর্তের ছবি তুলে কাকা ‌যা করল, জানালেন ভাইঝি

Last Updated:
ভাইঝিকে ব্ল্যাকমেল করার অভিযোগ গ্রেফতার করা হয়েছে কাকাকে।
1/5
• কাকার বিরুদ্ধে পুলিশ অভিযোগ করলেন ২৫ বছরের ভাইঝি। তাঁর অভিযোগ, কাকার সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। তারপর এক গোপন মুহূর্তের ভিডিও তুলে কাকা তাঁকে ব্ল্যাকমেল করছে। (‌প্রতীকী ছবি)‌
• কাকার বিরুদ্ধে পুলিশ অভিযোগ করলেন ২৫ বছরের ভাইঝি। তাঁর অভিযোগ, কাকার সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। তারপর এক গোপন মুহূর্তের ভিডিও তুলে কাকা তাঁকে ব্ল্যাকমেল করছে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
2/5
• সৌরাষ্ট্র আদি বাসিন্দা অভিযোগকারী এখন পুণেতে থাকেন। শাড়ির কাজ করে তিনি অর্থ উপার্জন করেন। যে কাজ তিনি শিখেছিলেন তাঁর কাকার কাছ থেকে। কাকার বয়স ৩০ বছর। (‌প্রতীকী ছবি)‌
• সৌরাষ্ট্র আদি বাসিন্দা অভিযোগকারী এখন পুণেতে থাকেন। শাড়ির কাজ করে তিনি অর্থ উপার্জন করেন। যে কাজ তিনি শিখেছিলেন তাঁর কাকার কাছ থেকে। কাকার বয়স ৩০ বছর। (‌প্রতীকী ছবি)‌
advertisement
3/5
• অভিযোগে তিনি লিখেছেন, তাঁর কাকা তাঁকে কখনই ভাইঝি হিসাবে দেখেননি। তাঁদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সম্পর্ক তৈরি হওয়ার একমাসের মধ্যে গোপন মুহূর্তের ভিডিও রেকর্ড করে কাকা। (‌প্রতীকী ছবি)‌
• অভিযোগে তিনি লিখেছেন, তাঁর কাকা তাঁকে কখনই ভাইঝি হিসাবে দেখেননি। তাঁদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সম্পর্ক তৈরি হওয়ার একমাসের মধ্যে গোপন মুহূর্তের ভিডিও রেকর্ড করে কাকা। (‌প্রতীকী ছবি)‌
advertisement
4/5
• তিন মাসে আগে ওই মহিলার বিয়ে ঠিক হয়, তখন কাকা সেটা জানতে পেরে হুমকি দিতে থাকে। এবং ক্রমাগত শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বলে। বিয়ের পরেও সম্পর্ক রাখতে জোর করে। (‌প্রতীকী ছবি)‌
• তিন মাসে আগে ওই মহিলার বিয়ে ঠিক হয়, তখন কাকা সেটা জানতে পেরে হুমকি দিতে থাকে। এবং ক্রমাগত শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বলে। বিয়ের পরেও সম্পর্ক রাখতে জোর করে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
5/5
• কিন্তু ওই মহিলা সেটি অস্বীকার করায় রাগে গোপন মুহূর্তের ভিডিও মেয়ের বাবাকে পাঠিয়ে দেয় কাকা। তারপর অন্য বেশ কয়েকজনের সঙ্গেও সেই ভিডিও শেয়ার করে সে। (‌প্রতীকী ছবি)‌
• কিন্তু ওই মহিলা সেটি অস্বীকার করায় রাগে গোপন মুহূর্তের ভিডিও মেয়ের বাবাকে পাঠিয়ে দেয় কাকা। তারপর অন্য বেশ কয়েকজনের সঙ্গেও সেই ভিডিও শেয়ার করে সে। (‌প্রতীকী ছবি)‌
advertisement
advertisement
advertisement