প্রবল বৃষ্টিতে ভাঙল মহারাষ্ট্রের রত্নগিরির তিওয়ারে বাঁধ, মৃত ৬, নিখোঁজ বহু

Last Updated:
1/5
মহারাষ্ট্রে বৃষ্টি থামার নাম নেই। এই বৃষ্টির জেরে ভাঙল রত্নগিরি জেলার তিওয়ারে বাঁধ ৷ (Image: PTI)
মহারাষ্ট্রে বৃষ্টি থামার নাম নেই। এই বৃষ্টির জেরে ভাঙল রত্নগিরি জেলার তিওয়ারে বাঁধ ৷ (Image: PTI)
advertisement
2/5
মঙ্গলবার প্রায় রাত ৯.৩০টা নাগাদ রত্নগিরি জেলার তিওয়ারে বাঁধ ভেঙে যাওয়ায় জল ঢুকে পড়ে প্রায় ৭টি গ্রামে। বাঁধের ধারে অবস্থিত ১২টি বাড়ি ভেসে যায় জলের স্রোতে।  (Image: PTI)
মঙ্গলবার প্রায় রাত ৯.৩০টা নাগাদ রত্নগিরি জেলার তিওয়ারে বাঁধ ভেঙে যাওয়ায় জল ঢুকে পড়ে প্রায় ৭টি গ্রামে। বাঁধের ধারে অবস্থিত ১২টি বাড়ি ভেসে যায় জলের স্রোতে। (Image: PTI)
advertisement
3/5
ড্যাম ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। জলে ভেসে গিয়েছেন ২০ জন। (Image: Twitter/@ANI)
ড্যাম ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। জলে ভেসে গিয়েছেন ২০ জন। (Image: Twitter/@ANI)
advertisement
4/5
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।  (Image: Twitter/@ANI)
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। (Image: Twitter/@ANI)
advertisement
5/5
উদ্ধার কাজের পাশাপাশি চলছে তল্লাশি অভিযান। (Image: Twitter/@ANI)
উদ্ধার কাজের পাশাপাশি চলছে তল্লাশি অভিযান। (Image: Twitter/@ANI)
advertisement
advertisement
advertisement