কী ভাবছেন পাঁচ তারা হোটেল? এটিই দেশের প্রথম সেন্ট্রালি এসি রেল টার্মিনাল

Last Updated:
1/6
দেখলে মনে হতে পারে কোনও ঝা চকচকে মল অথবা পাঁচ তারা হোটেল৷ কিন্তু আসলে তা রেল স্টেশন৷ বেঙ্গালুরুতে নবনির্মিত স্যর এম ভিসভেসভারাইয়া রেল টার্মিনালের ছবিগুলি ট্যুইটারে শেয়ার করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল৷
দেখলে মনে হতে পারে কোনও ঝা চকচকে মল অথবা পাঁচ তারা হোটেল৷ কিন্তু আসলে তা রেল স্টেশন৷ বেঙ্গালুরুতে নবনির্মিত স্যর এম ভিসভেসভারাইয়া রেল টার্মিনালের ছবিগুলি ট্যুইটারে শেয়ার করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল৷
advertisement
2/6
এটিই দেশের প্রথম রেল টার্মিনাল, যেটি সেন্ট্রালি এসি৷ ৩১৪ কোটি টাকা ব্যয়ে তৈরি এই রেল টার্মিনালে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধে রয়েছে৷
এটিই দেশের প্রথম রেল টার্মিনাল, যেটি সেন্ট্রালি এসি৷ ৩১৪ কোটি টাকা ব্যয়ে তৈরি এই রেল টার্মিনালে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধে রয়েছে৷
advertisement
3/6
প্রায় ৪২০০ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি এই রেল টার্মিনাল আগামী ১৫ মার্চের মধ্যেই উদ্বোধন হওয়ার কথা৷ দৈনিক প্রায় ৫০ হাজার মানুষ এই রেল স্টেশন দিয়ে যাতায়াত করবেন বলে অনুমান করা হচ্ছে৷
প্রায় ৪২০০ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি এই রেল টার্মিনাল আগামী ১৫ মার্চের মধ্যেই উদ্বোধন হওয়ার কথা৷ দৈনিক প্রায় ৫০ হাজার মানুষ এই রেল স্টেশন দিয়ে যাতায়াত করবেন বলে অনুমান করা হচ্ছে৷
advertisement
4/6
টার্মিনালে মোট সাতটি প্ল্যাটফর্ম থাকছে৷ যাত্রীদের সুবিধের জন্য থাকছে লিফট, এসক্যালেটর এবং সাবওয়ে৷ প্রতিদিন এই টার্মিনাল স্টেশন থেকে পঞ্চাশটি ট্রেন যাতায়াত করবে৷
টার্মিনালে মোট সাতটি প্ল্যাটফর্ম থাকছে৷ যাত্রীদের সুবিধের জন্য থাকছে লিফট, এসক্যালেটর এবং সাবওয়ে৷ প্রতিদিন এই টার্মিনাল স্টেশন থেকে পঞ্চাশটি ট্রেন যাতায়াত করবে৷
advertisement
5/6
নবনির্মিত এই টার্মিনালটি বেঙ্গালুরু বিমানবন্দরের আদলেই তৈরি করা হয়েছে৷ টার্মিনালে থাকছে আপার ক্লাস ওয়েটিং রুম, ভিআইপি লাউঞ্জ, রিয়েল টাইম প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম এবং ফুডকোর্ট৷
নবনির্মিত এই টার্মিনালটি বেঙ্গালুরু বিমানবন্দরের আদলেই তৈরি করা হয়েছে৷ টার্মিনালে থাকছে আপার ক্লাস ওয়েটিং রুম, ভিআইপি লাউঞ্জ, রিয়েল টাইম প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম এবং ফুডকোর্ট৷
advertisement
6/6
কেসিআর বেঙ্গালুরু এবং যশবন্তপুর টার্মিনালের উপরে চাপ কমাতেই নতুন এই টার্মিনালটি তৈরি করা হয়েছে৷ ২০১৫-১৬ সালে এই টার্মিনাল তৈরির কথা ঘোষণা করা হয়৷ দক্ষিণ পশ্চিম রেলের অধীনে থাকছে এই নতুন টার্মিনাল৷
কেসিআর বেঙ্গালুরু এবং যশবন্তপুর টার্মিনালের উপরে চাপ কমাতেই নতুন এই টার্মিনালটি তৈরি করা হয়েছে৷ ২০১৫-১৬ সালে এই টার্মিনাল তৈরির কথা ঘোষণা করা হয়৷ দক্ষিণ পশ্চিম রেলের অধীনে থাকছে এই নতুন টার্মিনাল৷
advertisement
advertisement
advertisement