Nag-Nagin Bizarre News: খোলা মাঠে ঘণ্টার পর ঘণ্টা এ কী করছে মত্ত নাগ-নাগিন! দেখতে ছুটে এল গোটা গ্রাম...! জেট গতিতে নেটদুনিয়ায় ভাইরাল ছবি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Nag-Nagin Bizarre News: বর্ষা ঋতু সাপ প্রজননের সময়। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে তাদের এমন আচরণ হওয়াটাই স্বাভাবিক। তবে এই দৃশ্য সচরাচর দেখা যায় না। কারাউলির সায়াপুর গ্রামে সাপের এই প্রেম খেলা মানুষকে শুধু রোমাঞ্চিত করেনি, প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তার পরিচয়ও করিয়েছে।
advertisement
advertisement
advertisement
*রোমাঞ্চকর দৃশ্যটি প্রায় এক ঘণ্টা ধরে চলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাপগুলো ঝোপের মধ্যে লুকিয়ে প্রায় এক ঘণ্টা মাঠে ঘুরে বেড়ায়। কখনও একে অপরের গায়ে হাঁটতেন, কখনও চুপচাপ মাটিতে শুয়ে থাকতেন। প্রবীণরা বিশ্বাস করেন, এই দৃশ্যটি একটি শুভ লক্ষণের দিকে ইঙ্গিত করে। তাঁর মতে, খোলা জায়গায় সাপ যখন প্রেম দেখায়, তখন তা ভাল বর্ষার ইঙ্গিত বলে মনে করা হয়। প্রতীকী ছবি।
advertisement