Loneliness Has Different Neural Basis Than Social Anxiety: ভীতি আর একাকিত্ব এক নয়, নিজের খেয়াল রাখুন...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Loneliness Has Different Neural Basis Than Social Anxiety: একাকিত্ব শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য় যে ক্ষতিকর, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে একাকিত্ব আর সামাজিক ভীতি কিন্তু এক নয়।
advertisement
এই বিষয়টি বুঝতেই একটি পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীরা একটি কম্পিউটার গেম খেলেছিলেন যেখানে তাঁরা একটি নিরাপদ বাজি রাখতে পারেন এবং অল্প পরিমাণ অর্থ জিততে পারেন। আবার, একটি বড় অঙ্কের বাজিও রাখতে পারে, যা কিন্তু ঝুঁকিপূর্ণ। লক্ষণীয় বিষয় সামাজিক উদ্বেগ আছে এমন মানুষেরা প্রায়ই নিরাপদ বাজি বেছে নেন। কিন্তু উচ্চ একাকীত্বে ভোগা মানুষেরা ঝুঁকি নিতে পারেন।
advertisement
advertisement