স্তব্ধ হতে চলেছে ‘বিগ বেন’

Last Updated:
1/5
১৫৭ বছর পর স্তব্ধ হতে চলেছে বিগ বেন ৷ জরুরী মেরামতি কাজের জন্য কিছু দিনের জন্য বন্ধ থাকবে ব্রিটেনের এই জনপ্রিয় ক্লক টাওয়ার ৷
১৫৭ বছর পর স্তব্ধ হতে চলেছে বিগ বেন ৷ জরুরী মেরামতি কাজের জন্য কিছু দিনের জন্য বন্ধ থাকবে ব্রিটেনের এই জনপ্রিয় ক্লক টাওয়ার ৷
advertisement
2/5
ব্রিটেনের সংসদ জানিয়েছে, জরুরী মেরামতি কাজের জন্য তারা এই ঘড়িটি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে ৷ শুধু ঘড়িটিই নয় গোটা এলিজাবেথ টাওয়ারেই চলবে মেরামতির কাজ ৷ সূত্রের খবর, তিন বছরের এই প্রজেক্টের জন্য মোট খরচের পরিমাণ ২৯ মিলিয়ান পাউণ্ড ৷
ব্রিটেনের সংসদ জানিয়েছে, জরুরী মেরামতি কাজের জন্য তারা এই ঘড়িটি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে ৷ শুধু ঘড়িটিই নয় গোটা এলিজাবেথ টাওয়ারেই চলবে মেরামতির কাজ ৷ সূত্রের খবর, তিন বছরের এই প্রজেক্টের জন্য মোট খরচের পরিমাণ ২৯ মিলিয়ান পাউণ্ড ৷
advertisement
3/5
গত ১৫০ বছর ধরে কোনও বিরতি ছাড়াই সময়ের জানান দিচ্ছে এই ঘড়ি ৷ ৩০ বছর আগে শেষবারের মতো এই ক্লক টাওয়ার মেরামত করা হয়েছিল ৷
গত ১৫০ বছর ধরে কোনও বিরতি ছাড়াই সময়ের জানান দিচ্ছে এই ঘড়ি ৷ ৩০ বছর আগে শেষবারের মতো এই ক্লক টাওয়ার মেরামত করা হয়েছিল ৷
advertisement
4/5
বিগ বেন বলতে টাওয়ার ভেতর অবস্থিত ১৩.৫ টন ওজনের ঘণ্টাটিকেই বোঝানো হয় ৷ ১৩ বছরের প্রচেষ্টায় এই ক্লক টাওয়ারটি তৈরি হয়েছিল ৷ ‘বিগ বেন’ টাওয়ারের ডিজাইন করেছিলেন আর্কিটেক্ট চার্লস ব্যারি আর অগাস্টাস ওয়েলবি পিউগিন ৷
বিগ বেন বলতে টাওয়ার ভেতর অবস্থিত ১৩.৫ টন ওজনের ঘণ্টাটিকেই বোঝানো হয় ৷ ১৩ বছরের প্রচেষ্টায় এই ক্লক টাওয়ারটি তৈরি হয়েছিল ৷ ‘বিগ বেন’ টাওয়ারের ডিজাইন করেছিলেন আর্কিটেক্ট চার্লস ব্যারি আর অগাস্টাস ওয়েলবি পিউগিন ৷
advertisement
5/5
১৮৫৯ সালের ৩১ মে থেকে সময়ের হিসেব রেখে আসছে বিগ বেন ৷ বছরে ১২,০০০ পর্যটক লন্ডনে আসেন শুধু বিগ বেন দেখতে ৷ ২০১২ সালে বিট্রেনের রাণী কুইন এলিজাবেথের ষাট বছরের জন্মদিন উপলক্ষে এই টাওয়ারের নাম হয় ‘এলিজাবেথ টাওয়ার’ ৷
১৮৫৯ সালের ৩১ মে থেকে সময়ের হিসেব রেখে আসছে বিগ বেন ৷ বছরে ১২,০০০ পর্যটক লন্ডনে আসেন শুধু বিগ বেন দেখতে ৷ ২০১২ সালে বিট্রেনের রাণী কুইন এলিজাবেথের ষাট বছরের জন্মদিন উপলক্ষে এই টাওয়ারের নাম হয় ‘এলিজাবেথ টাওয়ার’ ৷
advertisement
advertisement
advertisement