আজ ষষ্ঠ দফার ভোট। সকাল সকালই নিজের নাগরিক দায়িত্ব পালনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি
সকাল সকাল হরিয়ানার গুরুগ্রামে পাইনক্রেস্ট স্কুলে সাধারণের সঙ্গে ভোটের লাইনে বিরাট কোহলি ৷
ভোটদানের পর বাকিদেরও নাগরিক দায়িত্ব পালনে উৎসাহ দেন কোহলি ৷
ভোট গ্রহণ চলছে ৫৯টি লোকসভা আসনে। পশ্চিমবঙ্গের ৮টি আসন ছাড়াও ভোট হবে দিল্লির ৭টি কেন্দ্রে। এছাড়াও ভোট উত্তরপ্রদেশের ১৪টি আসন, বিহারের ৮টি আসন, হরিয়ানার ১০টি আসনে। ভোটগ্রহণ মধ্যপ্রদেশের ৮টি ও ঝাড়খণ্ডের ৪টি আসনেও।
...