ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুরও এদিন ভোট দিলেন ৷ ভোট গ্রহণ চলছে ৫৯টি লোকসভা আসনে। পশ্চিমবঙ্গের ৮টি আসন ছাড়াও ভোট হবে দিল্লির ৭টি কেন্দ্রে। এছাড়াও ভোট উত্তরপ্রদেশের ১৪টি আসন, বিহারের ৮টি আসন, হরিয়ানার ১০টি আসনে। ভোটগ্রহণ মধ্যপ্রদেশের ৮টি ও ঝাড়খণ্ডের ৪টি আসনেও।