Couple Life: জীবনের ওই গুরুত্বপূর্ণ বছরগুলি যাঁকে ভালবাসা-কর্তব্যে উজাড় করে দিলেন, তিনি মারা গেলে আপনাকে বাড়ি থেকে পথে বসিয়ে দেবে না তো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Live In Partner Property Law: সম্পর্কে আছেন, সময় থাকতে পার্টনারের থেকে সবটা বুঝে নিন, নইলে কিন্তু পথে বসতে হবে...
এখনও ভারতীয় আইন অনুসারে লিভ ইন রিলেশনে থাকা কাপল-রা কোনও অবৈধ কাজ করছেন না৷ কিন্তু ভারতীয় আইন সম্পর্কে থাকার ক্ষেত্রে এই মান্যতা দিলেও সম্পত্তির সরাসরি উত্তরাধিকার দেয় না৷ ফলে যে সব দম্পতি বিবাহিত নন (Unmarried Couple) বা সিভিল পার্টনারশিপে (Civil partnership) নেই, তাঁরা যেন নিজেদের ভবিষ্যতটা বুঝে নেন৷ কাপলদের মধ্যে মধ্যে একজনের উইল (Will) ছাড়া মৃত্যু হলে অন্যজন সরাসরি উত্তরাধিকার সূত্রে কিছুই পাবেন না। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
advertisement
কোন পদ্ধতিতে সম্পত্তিতে উত্তরাধিকার পেতে পারেন লিভ ইন পার্টনারকানপুরের সম্পত্তি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট পলক আগরওয়াল ব্যাখ্যা করেছেন যে, সেক্ষেত্রে জীবিত সঙ্গীকে হয় পরিবারের উপর নির্ভর করতে হবে সম্পত্তিটি তার নামে হস্তান্তর করার জন্য, অথবা সম্পত্তির আইনি দাবি জানাতে হবে, এই দুটোর কোনও নিশ্চয়তা নেই। তাই শেষ বয়সে একাকীত্বের পাশাপাশি বাড়ি থেকে উৎখাত হওয়া বা সম্পত্তির থেকে সব অধিকার হারানোর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে৷ অথচ এই অসুবিধা একটি উইল থাকলেই এড়ানো যেত।' Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
উইল সম্পর্কিত কয়েকটি ভুল ধারণা যার মধ্যে একটি হল বিয়ের সঙ্গে একটি উইল বাতিল হয়ে যায়। তিনি বলেন: 'এটা প্রায়শই ঘটে যেখানে মানুষ বিয়ে করে এবং বুঝতে পারে না যে তাদের আর কোনও উইল নেই।' এর মানে হল, আপনি যদি তা না করেন বা বিয়ের পর নতুন উইল না করেন, তবে আপনার মৃত্যুর পর আইন সিদ্ধান্ত নেবে কে উত্তরাধিকারী হবে।
advertisement
advertisement