প্ররোচনামূলক মন্তব্য করেছেন এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে সর্বাত্মক ভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদ করা হচ্ছে । নাগরিক সমাদের অনেকেই বলছেন কার্যত এই সিদ্ধান্ত বেনজির। অবশ্য ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, এটাই প্রথম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে, জাতীয় স্তরের বহু দাপুটে নেতার প্রচারেও নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।