*আগামী মাস থেকে মদের দাম ২০ শতাংশ পর্যন্ত কম হতে পারে। জানানো হয়েছে যে, সরকার তাদের নতুন আবগারি নীতি তৈরি করেছে। মঙ্গলবার অনুষ্ঠানিক ভাবে মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন মিলতে পারে বলে জানা গিয়েছে। প্রতিবেশী রাজ্য চণ্ডীগড়, হরিয়ানা এবং রাজস্থান থেকে মদের চোরাচালান রোধ করার লক্ষ্যে পঞ্জাব সরকার নতুন আবগারি নীতি তৈরি করেছে।
*এ ছাড়া চোরাচালান রোধে সরকার বিশেষ স্কোয়াড তৈরির পরিকল্পনাও নিয়েছে। আর্থিক মন্দার মধ্য দিয়ে যাওয়া সরকারের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে পঞ্জাবে মদের ব্যবসা থেকে প্রায় ১০হাজার কোটি টাকা রাজস্ব পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমান ও আগের সরকারের সময়ে এ রাজস্ব ছিল প্রায় ৬৫শ কোটি টাকা।
*নির্বাচনের আগে আম আদমি পার্টির পক্ষ থেক বলা হয় যে ভুল আবগারি নীতির কারণে রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত, সরকার লটারির মাধ্যমে মদের চুক্তি বিড করত এবং বরাদ্দ করত, কিন্তু AAP সরকার এই প্রথা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে এবং টেন্ডারের মাধ্যমে চুক্তি বরাদ্দ করার পরিকল্পনা তৈরি করেছে। সূত্রের খবর, টেন্ডার ডাকার আগে সরকার প্রতিটি মদের চুক্তির জন্য একটি মূল্য নির্ধারণ করবে, যে দরপত্রে সর্বোচ্চ মূল্য দেবে তাকেই চুক্তি বরাদ্দ করা হবে।
*সূত্রের খবর, এবার মদের চুক্তির দরপত্র হবে সমাবেশ অনুসারে। প্রায় ১১৭টি মদের দরপত্র আহ্বান করা হবে। বড় বড় মদের ঠিকাদারদের একচেটিয়া আধিপত্যে রাশ টানতে চাইছে পঞ্জাবের আপ সরকার৷ এতে রাজস্বও বাড়বে বলে আশা করছে সরকার। নির্দিষ্ট মাত্রায় মদ বা বিয়ার রাখার যে কোটা ব্যবস্থা রয়েছে, তাও বাতিলের পক্ষে সরকার৷