Knowledge Story: ‘এই’ সন্ন্যাসী-সন্ন্যাসিনীরা আমৃত্যু স্নান করেন না, কিন্তু কেন এই ধরণের কষ্ট সহ্য করেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Knowledge Story: সেই সব সন্ন্যাসীরা করেন অপরিসীম কৃচ্ছসাধন করেন, কিন্তু এত কষ্ট করার অর্থ কী...
Jain Sadhu and Sadhvi: জৈন ধর্মে দুই ধরণের সম্প্রদায় রয়েছে। শ্বেতাম্বর ও দিগম্বর। সাধুদের উভয় সম্প্রদায়ই দীক্ষা গ্রহণের পর কঠোর জীবনযাপন করে। তিনি সত্যিকারের সম্মান ও শৃঙ্খলায় জীবনযাপন করেন। তাঁরা কোনও ভোগ্যপণ্য বা সম্পদ ব্যবহার করে না। শ্বেতাম্বর সাধুরা তাদের শরীর শুধুমাত্র একটি পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখেন৷ (Photo Courtesy of Jain Community)
advertisement
দিগম্বর সাধুরা কোনও পোশাক বা কাপড় পরেন না, কিন্তু জৈন সাধুরা অবশ্যই শাড়ির আকারে সাদা পোশাক পরেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তাঁরা শুধুমাত্র ওই একটি সাদা কাপড়ই পরিধান করে থাকেন৷ এদিকে দিগম্বর সাধুরা প্রবল ঠান্ডাতেও কোনও রকমের কোনও পোশাকই পরে না। হ্যাঁ, শ্বেতাম্বর সাধুরা তাঁদের ১৪ টি জিনিসের মধ্যে একটি কম্বল রাখেন। এটি অত্যন্ত পাতলা এবং এটি তাঁরা এটি শুধুমাত্র ঘুমানোর সময় ব্যবহার করেন৷ (Photo Courtesy of Jain Community)
advertisement
advertisement
সকলকে অবাক করে দেওয়ার মতো আরও একটি তথ্য এই যে জৈন সন্ন্যাসীরা কখনও স্নান করেন না। স্নান করলে জীবাণুর মৃত্যু হয়৷ কোনওরকম মৃত্যু তাঁদের হাতে হোক তা তাঁরা চান না৷ জীবাণুদের জীবনকে হুমকি বলে মনে করা হয়। এ কারণে তাঁরা স্নান করেন না। তাঁদের মুখে সবসময় একটি কাপড় দিয়ে ঢাকা থাকে। যা মুখ দিয়ে শরীরে কোনও জীবাণু প্রবেশ করতে বাধা দেয়। (Photo Courtesy of Jain Community)
advertisement
advertisement
advertisement