ফণী, আমফান, ইয়াস, মোকা! পরবর্তী ঝড়ের নাম জানেন? এবার নামকরণ বাংলায়

Last Updated:
upcoming cyclone names: মোকার পর নামকরণ হয়ে গেল এক ঘূর্ণিঝড়ের! পরবর্তী ঝড়গুলোর নাম দেখে নিন চট করে।
1/6
বাংলাকে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকার গতিপথ আর বাংলার দিকে নয়। বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে আছড়ে পড়বে মোকা।
বাংলাকে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকার গতিপথ আর বাংলার দিকে নয়। বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে আছড়ে পড়বে মোকা।
advertisement
2/6
তবে গত কয়েকদিনেো এই মোকা বাংলার মানুষকে যথেষ্ট বেগ পাইয়ে দিয়েছে। মোকার গতিপথের দিকে নজর রেখেছিল হাওয়া অফিস।
তবে গত কয়েকদিনেো এই মোকা বাংলার মানুষকে যথেষ্ট বেগ পাইয়ে দিয়েছে। মোকার গতিপথের দিকে নজর রেখেছিল হাওয়া অফিস।
advertisement
3/6
মোকা নাকি মোচা! এই ঘূর্ণিঝড়ের নাম নিয়েও আলোচনা চলেছে বিস্তর। নামটি ইয়েমেনের দেওয়া। সেখানকার একটি বন্দরের নামে এই নামকরণ। এই নামের সঙ্গে সম্পর্ক রয়েছে সেখানকার জনপ্রিয় কফিরও।
মোকা নাকি মোচা! এই ঘূর্ণিঝড়ের নাম নিয়েও আলোচনা চলেছে বিস্তর। নামটি ইয়েমেনের দেওয়া। সেখানকার একটি বন্দরের নামে এই নামকরণ। এই নামের সঙ্গে সম্পর্ক রয়েছে সেখানকার জনপ্রিয় কফিরও।
advertisement
4/6
বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে ১৩টি দেশ। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) বা ESCAP-র অন্তর্গত দেশ সেগুলি। প্যানেল অন ট্রপিকল সাইক্লোন-এর কাছে একের পর এক  ঘূর্ণিঝড়গুলির নামের প্রস্তাবিত তালিকা জমা পড়ে। সেখান থেকেই বেছে নেওয়া হয় পরবর্তী ঝড়ের নাম।
বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে ১৩টি দেশ। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) বা ESCAP-র অন্তর্গত দেশ সেগুলি। প্যানেল অন ট্রপিকল সাইক্লোন-এর কাছে একের পর এক ঘূর্ণিঝড়গুলির নামের প্রস্তাবিত তালিকা জমা পড়ে। সেখান থেকেই বেছে নেওয়া হয় পরবর্তী ঝড়ের নাম।
advertisement
5/6
মোকার পর যে ঘূর্ণঝড়ের উৎপত্তি হবে তার নামকরণ করেছে বাংলাদেশ। মোকার পরবর্তী ঝড়ের নাম হবে- বিপর্যয়। তার পরবর্তী ঝড়ের নামকরণ ভারতের। সেই ঝড়ের নাম হবে তেজ।
মোকার পর যে ঘূর্ণঝড়ের উৎপত্তি হবে তার নামকরণ করেছে বাংলাদেশ। মোকার পরবর্তী ঝড়ের নাম হবে- বিপর্যয়। তার পরবর্তী ঝড়ের নামকরণ ভারতের। সেই ঝড়ের নাম হবে তেজ।
advertisement
6/6
তেজ-এর পরবর্তী ঝড়গুলির নাম যথাক্রমে- যথাক্রমে ইরানের দেওয়া নাম হামুন, মালদ্বীপের দেওয়া নাম মিধালি, মায়ানমারের নামকরণ করা মিচাউঙ্গ, ওমানের রিমাল, পাকিস্তানের দেওয়া নাম আসনা, কাতারের নামকরণ করা ডানা এবং সৌদি আরবের দেওয়া নাম ফিনগাল।
তেজ-এর পরবর্তী ঝড়গুলির নাম যথাক্রমে- যথাক্রমে ইরানের দেওয়া নাম হামুন, মালদ্বীপের দেওয়া নাম মিধালি, মায়ানমারের নামকরণ করা মিচাউঙ্গ, ওমানের রিমাল, পাকিস্তানের দেওয়া নাম আসনা, কাতারের নামকরণ করা ডানা এবং সৌদি আরবের দেওয়া নাম ফিনগাল।
advertisement
advertisement
advertisement