‘খোল দ্বার খোল, লাগল যে দোল’- আজ দোলপূর্ণিমা, জেনে নিন পুণ্য সময় থেকে মাহাত্ম্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা ফের থাবা বসাচ্ছে, তবে দোল খেলা কি পুরো বন্ধ, তা না করে নিজের পরিবারের সঙ্গে বাড়িতেই মেতে উঠুন দোল উৎসবের রঙিন আনন্দে৷
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে... রঙে নাচে গানে বসন্ত জাগ্রত দ্বারে। ছুঁতে চাওয়ার মুহূর্তরা জানে। রং-বাজির মানে। রাঙিয়ে দিয়ে যাও। দোলে-হোলিতে গলাগলি। রং-পলাশের পদাবলি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব মতে, এই ফাল্গুনী পূর্ণিমাতেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবিরে রাঙিয়ে দিয়েছিলেন রাধিকা ও অন্যান্য সখীদের । সেই সময় থেকেই দোল উত্সবের প্রচলন! একনজরে দেখে নিন, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এবছর দোল পূর্ণিমার দিন, ক্ষণ, লগ্ন...
advertisement
advertisement
advertisement
advertisement