ট্রেনে টিকিট কাটলে ৩৫ পয়সার বিমা, বিপদ হলে টাকা কি পাওয়া যায়? জেনে নিন

Last Updated:
IRCTC travel insurance: IRCTC থেকে ট্রেনের টিকিট কাটলে ৩৫ পয়সার বিমা পান যাত্রীরা। সেই ট্র্যাভেল ইনস্যুরেন্স কী কাজে লাগে!
1/5
.ট্রেনে টিকিট কাটলেই ৩৫ পয়সার বিমা। সেই বিমা কি বিপদের সময় আদৌ কোনও কাজে লাগে! ভারতীয় রেলে সফর এখন প্রাণ হাতে নিয়ে। অনেকেই একথা বলছেন।  একের পর এক রেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।
.ট্রেনে টিকিট কাটলেই ৩৫ পয়সার বিমা। সেই বিমা কি বিপদের সময় আদৌ কোনও কাজে লাগে! ভারতীয় রেলে সফর এখন প্রাণ হাতে নিয়ে। অনেকেই একথা বলছেন। একের পর এক রেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।
advertisement
2/5
, IRCTC-তে টিকিট বুক করার সময় যাত্রীরা ট্রাভেল ইন্স্যুরেন্স পান। সেই ইনস্যুরেন্স আদৌ কোনও কাজে লাগে কি না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
, IRCTC-তে টিকিট বুক করার সময় যাত্রীরা ট্রাভেল ইন্স্যুরেন্স পান। সেই ইনস্যুরেন্স আদৌ কোনও কাজে লাগে কি না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
advertisement
3/5
অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা আরও একবার রেলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং তুলানমূলক কম আহতদের জন্য ৫০,০০০ টাকা প্রদানের ঘোষণা করেছেন।
অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা আরও একবার রেলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং তুলানমূলক কম আহতদের জন্য ৫০,০০০ টাকা প্রদানের ঘোষণা করেছেন।
advertisement
4/5
জীবনের মূল্য কখনও টাকায় বিচার করা যায় না। তবুও মৃত্যুর পর বিমার টাকায় পরিবার সাময়িক আর্থিক ধাক্কা সামলাতে পারে।
জীবনের মূল্য কখনও টাকায় বিচার করা যায় না। তবুও মৃত্যুর পর বিমার টাকায় পরিবার সাময়িক আর্থিক ধাক্কা সামলাতে পারে।
advertisement
5/5
ট্রেন দুর্ঘটনার ৪ মাসের মধ্যে এই বিমা ক্লেম করতে পারেন যাত্রীরা। কোনও যাত্রী মারা গেলে বা বিকলাঙ্গ হলে তাঁর পরিবার ১০ লাখ টাকা পেতে পারেন। আংশিক বিকলাঙ্গ হলে সাড়ে সাত লাখ টাকা।
ট্রেন দুর্ঘটনার ৪ মাসের মধ্যে এই বিমা ক্লেম করতে পারেন যাত্রীরা। কোনও যাত্রী মারা গেলে বা বিকলাঙ্গ হলে তাঁর পরিবার ১০ লাখ টাকা পেতে পারেন। আংশিক বিকলাঙ্গ হলে সাড়ে সাত লাখ টাকা।
advertisement
advertisement
advertisement