Kirana Hills: সামনে এল 'সত্যি'! পাকিস্তানের ‘কিরানা হিলসে’ ভারতের বড় আঘাত? ‘কিরানা হিলসে’ পাকিস্তানের কোন সম্পদ লুকিয়ে জানেন! শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kirana Hills: এবার সামনে এল সেই কিরানা হিলসের সর্বশেষ গুগল আর্থ উপগ্রহ চিত্র। সেই স্যাটেলাইট চিত্র থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, ভারত আসলেই হয়ত কৌশলগতভাবে সংবেদনশীল এই জায়গাটিকে টার্গেট করেছিল।
advertisement
এরপরে আবারও লাহোর, করাচি, ইসলামাবাদ সহ পাকিস্তানের প্রধান শহরগুলি তো বটেই, সে দেশের একাধিক জায়গায় সেনা ঘাঁটি লক্ষ্য করে চলে ড্রোন হামলা৷ হামলা চালায় পাকিস্তানও৷ কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল, পাকিস্তানের পরমাণু ঘাঁটি বলে পরিচিত কিরানা হিলসে ভারতের আঘাত। যদিও পাকিস্তান দাবি করেছিল, কিরানা হিলসে কোনও ক্ষতি হয়নি তাদের। এমনকি সরকারি ভাবে ভারতও এ বিষয়টি অস্বীকার করে।
advertisement
advertisement
ড্যামিয়েন সাইমন এক্স-এ লিখেছেন, 'কিরনা হিলসে ভারতীয় আক্রমণের প্রভাব গুগল আর্থের জুন ২০২৫-এর ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এছাড়াও সারগোদা বিমানঘাঁটির মেরামত করা রানওয়েও দেখা যাচ্ছে। পাকিস্তানের সারগোধা জেলায় অবস্থিত কিরনা হিলসকে পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এতে ভূগর্ভস্থ স্টোরেজ সুবিধা, টানেল এবং রাডার স্টেশন রয়েছে বলে জানা গেছে। ১৯৮০-এর দশকে এখানে পারমাণবিক পরীক্ষাও করা হয়েছিল। সারগোদা বিমানঘাঁটির নিকটবর্তী হওয়ার কারণে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়।'
advertisement
দু’দেশের সংঘাতের মাঝে অবশেষে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই দেশ৷ এরপরই সাংবাদিক বৈঠকেই ওঠে পাকিস্তানের ‘কিরানা হিলস’ অর্থাৎ কিরানা পাহাড় প্রসঙ্গ৷ কী এই কিরানা পাহাড়, কেন তা এত গুরুত্বপূর্ণ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, ভারত এই কিরানা পাহাড়ে আক্রমণ চালানোর পরেই নাকি আমেরিকার শরণাপন্ন হয়েছে পাকিস্তান৷ ট্রাম্পও তড়িঘড়ি ভারত-পাকিস্তান সংঘাত থামাতে তৎপর হন৷ কিন্তু কী আছে এই কিরানা হিলসে?
advertisement
advertisement
advertisement
ভারত পাকিস্তান সংঘাতের সময় ডিজিএমও-এর প্রেস ব্রিফিংয়ে, এয়ার মার্শাল এ.কে. ভারতী স্পষ্ট বলে দেন, “আমরা কিরানা পাহাড়ে আক্রমণ করিনি।’’ অপারেশন সিঁদুর সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, ভারত কি পাকিস্তানের পারমাণবিক ভাণ্ডারে আক্রমণ করতে চেয়েছিল? এমন প্রশ্নের উত্তরে এয়ার মার্শাল এ.কে. ভারতী বলেন, “পাকিস্তান যে কিরানা পাহাড়ে তার পারমাণবিক অস্ত্র মজুত করেছে, তা আমাদের জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। ওখানে যাই থাকুক না কেন। আমরা কিরানা পাহাড় আক্রমণ করিনি। আমরা আপনাদের যে টার্গেটগুলি কথা বলেছিলাম, তার তালিকায় এটা ছিল না।” কিন্তু উপগ্রহ চিত্র অবশ্য বলছে অন্য কথাই।