

• বহু বছরের চেপে থাকা ভয়াবহ অতীতের ঘটনা এ বার প্রকাশ্যে আনল বছর সতেরোর নাবালিকা । যা শুনে তাজ্জব বনে যাচ্ছেন পুলিশের দুঁদে অফিসাররাও । প্রতীকী চিত্র ।


• মোট ৩৮ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে ওই নাবালিকা । তার অভিযোগের ভিত্তিতে মোট ৪৪ জনের বিরুদ্ধে ৩২টি মামলা রুজু করা হয়েছে । তার মধ্যে তিনটি ধর্ষণের মামলাও রয়েছে। ইতিমধ্যেই ২২ জনকে গ্রেফতার করা হয়েছে । প্রতীকী চিত্র ।


• পুলিশ সূত্রে খবর, কেরলের মালাপ্পুরম জেলার পান্দিকাদ এলাকায় একটি ছোট কলোনিতে মা ও ভাইয়ের সঙ্গে থাকে ওই কিশোরী । সম্প্রতি নির্ভয়া সেন্টারে একটি কাউন্সিলিংয়ের সময় গোটা ঘটনা চিকিৎসকদের খুলে বলে সে । প্রতীকী চিত্র ।


• ঘটনার সূত্রপাত ৫ বছর আগে । সে সময় ১৩ বছর বয়স ছিল ওই নাবালিকার । সে সময় বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা । পুলিশে মিসিং ডায়রি করেছিলেন তার বাড়ির লোকেরা । নাবালিকাকে উদ্ধার করার পর জানা যায়, যৌন হেনস্থার শিকার হয়েছে সে । তাকে একটি চাইল্ড হোমে পাঠানো হয় । প্রতীকী চিত্র ।


• বছর খানেক পর সেখান থেকে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ওই কিশোরীর মা । কিন্তু কিছুদিন পর ফের নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী । ফের পুলিশে অভিযোগ দায়ের করেন নাবালিকার মা । বেশ কয়েকবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে । প্রতীকী চিত্র ।


• প্রায় প্রতিবারই কোনও না কোনও বন্ধুর সঙ্গে বাড়ির বাইরে খেলতে গিয়ে আর ফেরেনি ওই নাবালিকা । শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় নির্ভয়া হোমে । সেখানে শুরু হয় তার কাউন্সিলিং । প্রতীকী চিত্র ।


• এরপরেই মনোবিদের সামনে নিজের ভয়ঙ্কর অতীতের অভিজ্ঞতার কথা খুলে বলে নির্যাতিতা ওই নাবালিকা । গত ৫ বছর ধরে বিভিন্ন সময় প্রায় ৩৮ জন পুরুষ মিলে তাকে ধর্ষণ করেছে । মাসের পর মাস চলেছে যৌন নির্যাতন, হেনস্থা আর ধর্ষণ । তার বয়ানের ভিত্তিতেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালাপ্পুরম পুলিশ । প্রতীকী চিত্র ।