Kedarnath Temple | Ropeway: কেদারধাম যাত্রা এবার আরও সহজ! ৭ ঘণ্টার দুর্গম পার্বত্য পথ পেরনো যাবে মাত্র ২৮ মিনিটে, তৈরি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রোপওয়ে
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
আর কদিনের মধ্যেই শুরু হতে চলেছে চারধাম যাত্রা৷ এর মধ্যে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছে সব জায়গায়। গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথ দর্শন করতে সারা বিশ্ব থেকে ভক্তেরা ভিড় জমাচ্ছেন উত্তরাখণ্ডে। কেদারনাথ হল এই চারধাম যাত্রার সবচেয়ে দূরবর্তী তীর্থস্থল। সেই কোন কাল থেকে কেদার যাত্রার দুর্গম পথের কাহিনি বইয়ের পাতায় পড়ে এসেছি আমরা৷ এখন যদিও সেই পথ অনেক সুগম৷ বহু মানুষই অনায়াসে পৌঁছে যেতে পারছেন কেদারধামে৷ কিন্তু, তারপরেও পুণ্যার্থীদের সুবিধার্থে নতুন নতুন ব্যবস্থা করে চলেছে কেন্দ্রীয় সরকার৷
আর কদিনের মধ্যেই শুরু হতে চলেছে চারধাম যাত্রা৷ এর মধ্যে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছে সব জায়গায়। গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথ দর্শন করতে সারা বিশ্ব থেকে ভক্তেরা ভিড় জমাচ্ছেন উত্তরাখণ্ডে। কেদারনাথ হল এই চারধাম যাত্রার সবচেয়ে দূরবর্তী তীর্থস্থল। সেই কোন কাল থেকে কেদার যাত্রার দুর্গম পথের কাহিনি বইয়ের পাতায় পড়ে এসেছি আমরা৷ এখন যদিও সেই পথ অনেক সুগম৷ বহু মানুষই অনায়াসে পৌঁছে যেতে পারছেন কেদারধামে৷ কিন্তু, তারপরেও পুণ্যার্থীদের সুবিধার্থে নতুন নতুন ব্যবস্থা করে চলেছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
কেদার যাত্রা আরও সহজ করতে এবার বিশ্বের দীর্ঘতম রোপওয়ে বানাচ্ছে নরেন্দ্র মোদির সরকার। ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) তার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধাম পর্যন্ত একটি রোপওয়ে তৈরি করা হবে। মনে করা হচ্ছে, এই রোপওয়েই হবে বিশ্বের দীর্ঘতম রোপওয়েগুলোর মধ্যে একটি। টুইটার
advertisement
advertisement
advertisement
advertisement
এক দিনে হাজার হাজার যাত্রীকে গৌরীকুণ্ড থেকে কেদার পৌঁছে দেওয়ার ক্ষমতা থাকবে এই রোপওয়ের৷ NHAI-এর দাবি, এই রোপওয়ের মাধ্যমে ঘণ্টায় একদিক থেকে প্রায় ৩,৬০০ যাত্রী বহন করা যাবে। অপর প্রান্ত থেকেও প্রতি ঘণ্টায় একই সংখ্যক যাত্রী ফিরিয়ে আনা যাবে। ট্রলিতে আরোহণকারী যাত্রীদের একযোগে উভয় দিকনির্দেশের জন্য ভাড়া নেওয়া হবে এবং তাদের টিকিট উভয় দিক অর্থাৎ, আসা-যাওয়ার জন্য বৈধ হবে। টুইটার
advertisement
advertisement
advertisement