Kedarnath Helicopter Booking 2025: মাত্র ৫ ঘণ্টাতেই সব শেষ, কেদারনাথ যাত্রার হেলিকপ্টারের টিকিট সব 'বুকড', হতাশ যাত্রীরা! আবার কবে মিলবে টিকিট জানুন...

Last Updated:
Kedarnath Helicopter Booking 2025: মাত্র ৫ ঘণ্টায় মে মাসের কেদারনাথ হেলিকপ্টারের সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে, বহু যাত্রী টিকিট না পেয়ে হতাশ। আবার কবে মিলবে টিকিট, সেই দিকেই তাকিয়ে সকলে...
1/9
কেদারনাথ ধামের যাত্রা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে হেলিকপ্টারের সাহায্যে। তবে সমস্যার বিষয় হল, মে মাসের সমস্ত টিকিট মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বুক হয়ে গেছে। ফলে বহু যাত্রী টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।
কেদারনাথ ধামের যাত্রা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে হেলিকপ্টারের সাহায্যে। তবে সমস্যার বিষয় হল, মে মাসের সমস্ত টিকিট মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বুক হয়ে গেছে। ফলে বহু যাত্রী টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।
advertisement
2/9
রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ ধামের কাপাট ২ মে থেকে খুলে দেওয়া হবে। এই দিন থেকেই গুপ্তকাশী, সিরসি ও ফাটা হেলিপ্যাড থেকে হেলি পরিষেবারও সূচনা হবে।
রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ ধামের কাপাট ২ মে থেকে খুলে দেওয়া হবে। এই দিন থেকেই গুপ্তকাশী, সিরসি ও ফাটা হেলিপ্যাড থেকে হেলি পরিষেবারও সূচনা হবে।
advertisement
3/9
চারধাম যাত্রার অংশ হিসেবে কেদারনাথের হেলিকপ্টার পরিষেবার টিকিট বুকিং ৩১ মে পর্যন্ত চালু ছিল। IRCTC মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনলাইনে বুকিং চালু করে।
চারধাম যাত্রার অংশ হিসেবে কেদারনাথের হেলিকপ্টার পরিষেবার টিকিট বুকিং ৩১ মে পর্যন্ত চালু ছিল। IRCTC মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনলাইনে বুকিং চালু করে।
advertisement
4/9
হেলিযাত্রা 'ডট আইআরসিটিসি ডট কো ডট ইন' (heliyatra.irctc.co.in) এই ওয়েবসাইটে কয়েক ঘণ্টার মধ্যেই মে মাসের সমস্ত হেলিকপ্টারের টিকিট বুক হয়ে যায়।
হেলিযাত্রা 'ডট আইআরসিটিসি ডট কো ডট ইন' (heliyatra.irctc.co.in) এই ওয়েবসাইটে কয়েক ঘণ্টার মধ্যেই মে মাসের সমস্ত হেলিকপ্টারের টিকিট বুক হয়ে যায়।
advertisement
5/9
এই সময়ে অনেক যাত্রী তাদের নির্ধারিত দিনে যাত্রার জন্য হেলিকপ্টার টিকিট বুক করতে চাইলেও, তারা পেমেন্ট পেজ পর্যন্ত পৌঁছানোর আগেই সমস্ত টিকিট ফুরিয়ে যায়।
এই সময়ে অনেক যাত্রী তাদের নির্ধারিত দিনে যাত্রার জন্য হেলিকপ্টার টিকিট বুক করতে চাইলেও, তারা পেমেন্ট পেজ পর্যন্ত পৌঁছানোর আগেই সমস্ত টিকিট ফুরিয়ে যায়।
advertisement
6/9
ফলে বহু যাত্রী ল্যাপটপে বসে থেকেও হতাশ হন এবং কারো কারো যাত্রার পরিকল্পনাই বাতিল হয়ে যায়।
ফলে বহু যাত্রী ল্যাপটপে বসে থেকেও হতাশ হন এবং কারো কারো যাত্রার পরিকল্পনাই বাতিল হয়ে যায়।
advertisement
7/9
হেলিকপ্টার ভাড়ার দিক থেকে দেখা যায়— গুপ্তকাশী থেকে কেদারনাথ যাওয়া-আসার খরচ ৮৫৩২ টাকা, ফাটা থেকে ৬০৬২ টাকা এবং সিরসি থেকে ৬০৬০ টাকা।
হেলিকপ্টার ভাড়ার দিক থেকে দেখা যায়— গুপ্তকাশী থেকে কেদারনাথ যাওয়া-আসার খরচ ৮৫৩২ টাকা, ফাটা থেকে ৬০৬২ টাকা এবং সিরসি থেকে ৬০৬০ টাকা।
advertisement
8/9
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন অথরিটি (UCADA) ২ মে থেকে ৩১ মে পর্যন্ত যাত্রার জন্য হেলি টিকিট বুকিং চালু করেছিল।
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন অথরিটি (UCADA) ২ মে থেকে ৩১ মে পর্যন্ত যাত্রার জন্য হেলি টিকিট বুকিং চালু করেছিল।
advertisement
9/9
জেলা পর্যটন আধিকারিক রাহুল চৌবে জানিয়েছেন, IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে কেদারনাথ হেলিকপ্টার পরিষেবার বুকিং সম্পূর্ণ হয়েছে। আগামী দিনের বুকিংয়ের জন্য নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
জেলা পর্যটন আধিকারিক রাহুল চৌবে জানিয়েছেন, IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে কেদারনাথ হেলিকপ্টার পরিষেবার বুকিং সম্পূর্ণ হয়েছে। আগামী দিনের বুকিংয়ের জন্য নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
advertisement
advertisement
advertisement