'কমলার জয়ে আমরা গর্বিত'! মার্কিন ভাইস প্রেসিডেন্টের পূর্বপুরুষের গ্রামে শুরু দীপাবলি...

Last Updated:
সানফ্রান্সিসকোর প্রথম মহিলা ও অশেতাঙ্গ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তিনি। প্রথম দক্ষিণ এশিয় আমেরিকান সেনেটারও তিনি। কিন্তু সে সব ছাপিয়ে আপাতত তাঁর পরিচয়, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট। স্মৃতিতে কাতর পূর্বপুরুষের গ্রাম।
1/8
  গ্রামের নাম থুলাসেন্ড্রাপুরম। তামিলনাড়ুর এই নিরিবিলি গ্রামের সঙ্গে সংবাদমাধ্যমের তেমন কোনও সম্পর্ক নেই বললেই চলে। কিন্তু সব বদলে গিয়েছে গত কয়েকদিনে। মার্কিন মসনদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিসের পূর্বপুরুষ থাকতেন এই গ্রামেই। তাই কমলার বিজয়ে যেন দীপাবলি শুরু হয়েছে  গ্রামজুড়ে।
গ্রামের নাম থুলাসেন্ড্রাপুরম। তামিলনাড়ুর এই নিরিবিলি গ্রামের সঙ্গে সংবাদমাধ্যমের তেমন কোনও সম্পর্ক নেই বললেই চলে। কিন্তু সব বদলে গিয়েছে গত কয়েকদিনে। মার্কিন মসনদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিসের পূর্বপুরুষ থাকতেন এই গ্রামেই। তাই কমলার বিজয়ে যেন দীপাবলি শুরু হয়েছে গ্রামজুড়ে।
advertisement
2/8
রঙ্গোলি দিয়ে গ্রামেরই বাড়ির দাওয়ায় লেখা হয়েছে, আমাদের গ্রামের গর্ব কমলার আমেরিকা বিজয়ে আমরা গর্বিত।
রঙ্গোলি দিয়ে গ্রামেরই বাড়ির দাওয়ায় লেখা হয়েছে, আমাদের গ্রামের গর্ব কমলার আমেরিকা বিজয়ে আমরা গর্বিত।
advertisement
3/8
এই গ্রাম থেকেই কয়েক দশক আগে মার্কিন মুলুকে পাড়ি দেন কমলার দাদু। কোলাম নামক এক লোকশিল্পে কমলাকে শুভেচ্ছা জানাচ্ছেন গ্রামীণ মানুষ।
এই গ্রাম থেকেই কয়েক দশক আগে মার্কিন মুলুকে পাড়ি দেন কমলার দাদু। কোলাম নামক এক লোকশিল্পে কমলাকে শুভেচ্ছা জানাচ্ছেন গ্রামীণ মানুষ।
advertisement
4/8
রাস্তার ধারেও তৈৃরি হয়েছে কমলার কাটআউট।
রাস্তার ধারেও তৈৃরি হয়েছে কমলার কাটআউট।
advertisement
5/8
গ্রামের মন্দিরে কমলার মঙ্গলকামনায় পুজোও হয়েছে।
গ্রামের মন্দিরে কমলার মঙ্গলকামনায় পুজোও হয়েছে।
advertisement
6/8
সানফ্রান্সিসকোর প্রথম মহিলা ও অশেতাঙ্গ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তিনি। প্রথম দক্ষিণ এশিয় আমেরিকান সেনেটারও তিনি। কিন্তু শনিবারের ভোটের ফলে এসব পরিচয়ই ম্লান হয়ে যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি। তাঁকে নিয়েই চর্চা পথেঘাটে।
সানফ্রান্সিসকোর প্রথম মহিলা ও অশেতাঙ্গ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তিনি। প্রথম দক্ষিণ এশিয় আমেরিকান সেনেটারও তিনি। কিন্তু শনিবারের ভোটের ফলে এসব পরিচয়ই ম্লান হয়ে যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি। তাঁকে নিয়েই চর্চা পথেঘাটে।
advertisement
7/8
গ্রামের বহ মানুষ জড়ো হয়েছেন উৎসব পালনে।
গ্রামের বহ মানুষ জড়ো হয়েছেন উৎসব পালনে।
advertisement
8/8
দোকানের ব্য়ানারেও দেখা মিলল তাঁর।
দোকানের ব্য়ানারেও দেখা মিলল তাঁর।
advertisement
advertisement
advertisement