কাচের কামরায় শিমলা যাত্রা, মিস করবেন না

Last Updated:
1/7
শিমলা ও কালকার মধ্যে চালু হচ্ছে হেরিটেজ ট্রেন। তারই ট্রায়াল রান ঘিরে তুমুল আগ্রহ। (Photo collected)
শিমলা ও কালকার মধ্যে চালু হচ্ছে হেরিটেজ ট্রেন। তারই ট্রায়াল রান ঘিরে তুমুল আগ্রহ। (Photo collected)
advertisement
2/7
অপূর্ব নৈসর্গিক দৃশ্য। পাকদণ্ডি দিয়ে এঁকে-বেঁকে সর্পিল গতির ট্রেনে বসে সে সৌন্দর্য যাতে উপভোগ করতে পারেন পর্যটকরা তার জন্য নয়া উদ্যোগ নিল রেল। ওই রুটে এবার ভিসটাডোম কোচ দিয়ে চালু হল ট্রেন। (Photo: Twitter )
অপূর্ব নৈসর্গিক দৃশ্য। পাকদণ্ডি দিয়ে এঁকে-বেঁকে সর্পিল গতির ট্রেনে বসে সে সৌন্দর্য যাতে উপভোগ করতে পারেন পর্যটকরা তার জন্য নয়া উদ্যোগ নিল রেল। ওই রুটে এবার ভিসটাডোম কোচ দিয়ে চালু হল ট্রেন। (Photo: Twitter )
advertisement
3/7
রবিবার আনুষ্ঠানিকভাবে চলল এই কোচ লাগানো ট্রেনটি। কোচের একদিকের যাত্রীরা আগে অন্যদিকের সৌন্দর্য দেখতে পারতেন না। সেই অসুবিধার অবসান হল এবার। (Photo: Twitter)
রবিবার আনুষ্ঠানিকভাবে চলল এই কোচ লাগানো ট্রেনটি। কোচের একদিকের যাত্রীরা আগে অন্যদিকের সৌন্দর্য দেখতে পারতেন না। সেই অসুবিধার অবসান হল এবার। (Photo: Twitter)
advertisement
4/7
সম্পূর্ণ কাচের দেওয়াল। এমনকী ছাদও কাচের। ফলে ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরেই দেখা যাবে প্রকৃতিকে।  (Photo: Twitter)
সম্পূর্ণ কাচের দেওয়াল। এমনকী ছাদও কাচের। ফলে ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরেই দেখা যাবে প্রকৃতিকে। (Photo: Twitter)
advertisement
5/7
সব স্বাচ্ছন্দ্য থাকছে এই কোচে। গ্লাস রুফের সঙ্গে ব্যবহারের উপযোগী রিভলভিং সিট, বায়োভ্যাকুয়াম টয়লেট, ব্যবহার্য আধুনিক সরঞ্জাম, অটো স্লাইডিং ডোর, মালটিপিন টিভি স্ক্রিন। চেয়ারগুলি পুশব্যাক হওয়ায় অতি আরামদায়ক। (Photo: Twitter)
সব স্বাচ্ছন্দ্য থাকছে এই কোচে। গ্লাস রুফের সঙ্গে ব্যবহারের উপযোগী রিভলভিং সিট, বায়োভ্যাকুয়াম টয়লেট, ব্যবহার্য আধুনিক সরঞ্জাম, অটো স্লাইডিং ডোর, মালটিপিন টিভি স্ক্রিন। চেয়ারগুলি পুশব্যাক হওয়ায় অতি আরামদায়ক। (Photo: Twitter)
advertisement
6/7
বরফে মোড়া শিমলাকে এই আরামদায়ক কোচে বসে এবার প্রাণভরে উপভোগ করতে পারবেন পর্যটকরা। (Photo: Twitter)
বরফে মোড়া শিমলাকে এই আরামদায়ক কোচে বসে এবার প্রাণভরে উপভোগ করতে পারবেন পর্যটকরা। (Photo: Twitter)
advertisement
7/7
স্থানীয়দের পাশপাশি পর্যটকরাও কু ঝিকঝিকের টানে হাজির হন। পাহাড়ি পথ বেয়ে এঁকেবেঁকে এগোনো হেরিটেজ ট্রেন চালু হওয়ার খবরে উৎসাহ। (Photo collected)
স্থানীয়দের পাশপাশি পর্যটকরাও কু ঝিকঝিকের টানে হাজির হন। পাহাড়ি পথ বেয়ে এঁকেবেঁকে এগোনো হেরিটেজ ট্রেন চালু হওয়ার খবরে উৎসাহ। (Photo collected)
advertisement
advertisement
advertisement