দিল্লি হিংসা নিয়ে সরব হয়েছিলেন বিচারপতি মুরলীধর, কোহিনুরকে চোখের জলে বিদায় জানাল দিল্লি হাইকোর্ট

Last Updated:
1/6
বদলি হয়েছিল আগেই৷ আজ ফেয়ারওয়েল হল৷ চোখের জলে বিচারপতি এস মুরলীধরনকে বিদায় জানাল দিল্লি৷
বদলি হয়েছিল আগেই৷ আজ ফেয়ারওয়েল হল৷ চোখের জলে বিচারপতি এস মুরলীধরনকে বিদায় জানাল দিল্লি৷
advertisement
2/6
তাঁকে বিদায় জানাতে গিয়ে দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি ডি এন পাটিল বলেন, ‘‘আমরা একজন বিখ্যাত বিচারককে হারাচ্ছি৷ যে কোনও বিষয়ে ওঁর অবাধ চলাচল ছিল৷
তাঁকে বিদায় জানাতে গিয়ে দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি ডি এন পাটিল বলেন, ‘‘আমরা একজন বিখ্যাত বিচারককে হারাচ্ছি৷ যে কোনও বিষয়ে ওঁর অবাধ চলাচল ছিল৷
advertisement
3/6
 বার অ্যাসোসিয়েশনের  তরফে সম্পাদক অভিজিৎ বলেন, আমরা প্রকৃত কোহিনুরকে হারাচ্ছি৷ হাইকোর্ট থেকে একশো কিলোমিটার দূরে চলে যাচ্ছেন তিনি৷
বার অ্যাসোসিয়েশনের তরফে সম্পাদক অভিজিৎ বলেন, আমরা প্রকৃত কোহিনুরকে হারাচ্ছি৷ হাইকোর্ট থেকে একশো কিলোমিটার দূরে চলে যাচ্ছেন তিনি৷
advertisement
4/6
১২ ফেব্রুয়ারি বিচারপতি মুরলিধরের বদলির আদেশ আসে৷  মুরলীধর জানিয়ে দেন কোথাও যেতে সমস্যা নেই তার৷
১২ ফেব্রুয়ারি বিচারপতি মুরলিধরের বদলির আদেশ আসে৷ মুরলীধর জানিয়ে দেন কোথাও যেতে সমস্যা নেই তার৷
advertisement
5/6
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সার বেধে দাঁড়িয়ে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন আইনজীবীরা৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সার বেধে দাঁড়িয়ে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন আইনজীবীরা৷
advertisement
6/6
২৬ ফেব্রুয়ারি মুরলিধর দিল্লির ঘটনা নিয়ে বলেন, দিল্লি পুলিশের হাল দেখে আমি দুঃখিত৷ উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুরলিধর৷ রাতারাতি তাঁর বদলি হয়ে যায়৷ প্রবল আলোচনাও শুরু হয় এই বদলি নিয়ে৷ যদিও এটা রুটিন বদলি ছিল৷
২৬ ফেব্রুয়ারি মুরলিধর দিল্লির ঘটনা নিয়ে বলেন, দিল্লি পুলিশের হাল দেখে আমি দুঃখিত৷ উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুরলিধর৷ রাতারাতি তাঁর বদলি হয়ে যায়৷ প্রবল আলোচনাও শুরু হয় এই বদলি নিয়ে৷ যদিও এটা রুটিন বদলি ছিল৷
advertisement
advertisement
advertisement