Joshimath News: আর টিকবে না সকলের প্রিয় যোশীমঠ? ধ্বংসের আশঙ্কা বিজ্ঞানীর! ছবি দেখলে রাতের ঘুম উড়ে যাবে
- Published by:Suman Biswas
Last Updated:
Joshimath News: যোশীমঠের বিষয়ে মারাত্মক সতর্কতা দিচ্ছেন বিজ্ঞানীরাও৷ দেহরাদুনের হিমালয়ান জিওলজি প্রতিষ্ঠানের গবেষক কালাচাঁদ সাঁই বলেছেন, আধুনিক সভ্যতার চাপ আর নিতে পারছে না পাহাড়৷
advertisement
advertisement
advertisement
advertisement
এবার সেনা ক্যাম্পেও একাধিক ফাটল দেখা দিয়েছে বলে খবর। যোশীমঠের পরিস্থিতি পর্যবেক্ষণে যে বিশেষজ্ঞ দল গিয়েছিল, তারা জানিয়েছে, সেনাবাহিনীর অধীন বিস্তীর্ণ জমি বসে যাচ্ছে। ক্যাম্পের জমিতে একাধিক ফাটল দেখা গিয়েছে। এছাড়া, উত্তরাখণ্ডের চামোলি জেলায় যোশীমঠ-মালারি বর্ডার রোডের বেশ কিছু জয়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে।
advertisement
ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে উত্তরাখণ্ডের যোশীমঠের পরিস্থিতি। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৬০০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে তৎপর উত্তরাখণ্ড সরকার। ইতিমধ্যেই বিপর্যস্তদের উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এয়ার লিফটের মাধ্যমে দুর্গতদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।