আজ শুরু JEE, পরীক্ষার্থীদের জন্য স্পেশাল লোকাল ট্রেন মুম্বইয়ে, জানাল রেল
এর জন্য রেল ট্রেনের সংখ্যা ও দুটি ট্রেনের মধ্যবর্তী সময়ও কমাচ্ছে পরীক্ষার দিনগুলিতে৷ তবে ট্রেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে পরীক্ষার্থীদের৷ একই সঙ্গে করোনা স্বাস্থ্যবিধি মানতে হবে৷


আজ থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স (JEE)পরীক্ষা৷ নানা বিতর্ক, বিরোধিতার মধ্যেই করোনা অতিমারিতেই দেশজুড়ে JEE পরীক্ষা হচ্ছে৷ জয়েন্ট ও NEET পরীক্ষার্থীদের জন্য বিশেষ লোকাল ট্রেনের ব্যবস্থা করা হল মুম্বইয়ে৷


সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলওয়ে জানিয়েছে, মুম্বইয়ের স্পেশাল লোকাল ট্রেনে পরীক্ষা চলাকালীন যাতায়াত করতে পারবেন JEE ও NEET পরীক্ষার্থীরা৷


সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলের তরফে জানানো হয়েছে, অভিভাবকদের সঙ্গে ওই স্পেশাল লোকাল ট্রেনে উঠতে পারবেন পরীক্ষার্থীরা৷ সে ক্ষেত্রে তাদের অ্যাডমিট কার্ডই পরিচয় প্রমাণ হিসেবে গণ্য হবে৷


এর জন্য রেল ট্রেনের সংখ্যা ও দুটি ট্রেনের মধ্যবর্তী সময়ও কমাচ্ছে পরীক্ষার দিনগুলিতে৷ তবে ট্রেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে পরীক্ষার্থীদের৷ একই সঙ্গে করোনা স্বাস্থ্যবিধি মানতে হবে৷


দেশজুড়ে এ বছর সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ JEE (MAIN) ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হবে।