Jammu Blast Update : জম্মুর বিমানবন্দরে কি রিমোট কন্ট্রোলেই বিস্ফোরণ? 'ড্রোন-তত্ব' ঘিরে উঠছে একগুচ্ছ প্রশ্ন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বিস্ফোরণের (Jammu Airport Blast) পেছনে পাক (Pakistan) যোগ থাকার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে পাকিস্তান থেকে জম্মু সীমান্তের ভিতর ১২ কিলোমিটার এলাকায় ড্রোন দিয়ে অস্ত্র বর্ষণ হয়েছে। দেখা যাচ্ছে জম্মুতে বায়ুসেনার (Indian Air Force Base) এয়ারবেস পাক সীমান্ত থেকে ১৪ কিলোমিটার দূরে।
advertisement
সংবাদ সংস্থা সূত্রে খবর, জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণ ড্রোনের মারফৎ হয়েছে। আর সেই ড্রোন রিমোটে অন্য এক জায়গা থেকে অপারেট করা হচ্ছিল। এমনই দাবি সূত্রের। যদিও তদন্তকারী অফিসাররা এই নিয়ে এখনও মুখ খোলেননি। বায়ুসেনার প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, একটি ছোট ড্রোন ব্যবহার করেই এই দুটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেইসঙ্গে সূত্রের দাবি, বিমানবন্দরে রাখা হেলিকপ্টারকে টার্গেট করে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
advertisement
advertisement
advertisement
আবার এটাও জানা যাচ্ছে যে পাকিস্তানের কাছে চিন ড্রোন আছে যা খুবই আধুনিক ক্ষমতাসম্পন্ন।ফলে সন্দেহের তির রয়েই যাচ্ছে প্রতিবেশী পাকিস্তানের দিকে। বিশেষত কাশ্মীর নিয়ে দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকের পরেই এই বিস্ফোরণ কাকতালীয় বলে উড়িয়ে দিতে রাজি নন কূটনৈতিক বিশ্লেষকরা। এদিকে স্থানীয় কোনও এলাকা থেকে এই ড্রোন এসেছে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা।
advertisement