Jagdeep Dhankhar: 'রাত ৯টা, হুমকি দেওয়া হয়েছিল...' ধনখড়ের পদত্যাগের 'আসল' কারণ ফাঁস করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়! নাম জানালেন পরবর্তী উপরাষ্ট্রপতিরও

Last Updated:
Jagdeep Dhankhar: অনেক রাজনৈতিক বিশ্লেষকও এই ঘটনার দিকে গভীরভাবে নজর রাখছেন এবং প্রশ্ন তুলছেন যে এই বছরের শেষের দিকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না।
1/6
গত সোমবার আচমকাই উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে পাঠানো চিঠিতে নিজের শারীরিক অসুস্থতাকে ইস্তফার কারণ হিসাবে দেখানো হলেও ধনখড়ের ইস্তফার পিছনে অন্য অঙ্ক রয়েছে বলে মনে করছে অনেকে৷
গত সোমবার আচমকাই উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে পাঠানো চিঠিতে নিজের শারীরিক অসুস্থতাকে ইস্তফার কারণ হিসাবে দেখানো হলেও ধনখড়ের ইস্তফার পিছনে অন্য অঙ্ক রয়েছে বলে মনে করছে অনেকে৷
advertisement
2/6
অনেক রাজনৈতিক বিশ্লেষকও এই ঘটনার দিকে গভীরভাবে নজর রাখছেন এবং প্রশ্ন তুলছেন যে এই বছরের শেষের দিকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না।
অনেক রাজনৈতিক বিশ্লেষকও এই ঘটনার দিকে গভীরভাবে নজর রাখছেন এবং প্রশ্ন তুলছেন যে এই বছরের শেষের দিকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না।
advertisement
3/6
এই পরিস্থিতিতে জগদীপ ধনখড়ের পদত‍্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''আগে ভেবেছিলাম উনি সত‍্যিই হয়ত শারীরিক অসুস্থতার জন‍্য পদত‍্যাগ করেছিলেন। এখন তো শুনছি ওঁকে পুরো হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে।''
এই পরিস্থিতিতে জগদীপ ধনখড়ের পদত‍্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''আগে ভেবেছিলাম উনি সত‍্যিই হয়ত শারীরিক অসুস্থতার জন‍্য পদত‍্যাগ করেছিলেন। এখন তো শুনছি ওঁকে পুরো হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে।''
advertisement
4/6
এখানেই শেষ নয়, কল্যাণের সংযোজন, ''ওঁকে বলা হয়েছিল, ৯টার মধ‍্যে পদত‍্যাগ করুন না হলে ইমপিচমেন্ট মোশন আনা হবে। ৫০ জন সাংসদকে নাকি বসানো ছিল রাজনাথ সিংয়ের ঘরে। উনি কিছু কাজ সংবিধান মেনে করতেন, সেটা নরেন্দ্র মোদির পছন্দ নয়। এবার তো শুনছি রাজনাথ সিংকে হটানোর জন‍্য এবার তাঁকে উপরাষ্ট্রপতি করা হবে।''
এখানেই শেষ নয়, কল্যাণের সংযোজন, ''ওঁকে বলা হয়েছিল, ৯টার মধ‍্যে পদত‍্যাগ করুন না হলে ইমপিচমেন্ট মোশন আনা হবে। ৫০ জন সাংসদকে নাকি বসানো ছিল রাজনাথ সিংয়ের ঘরে। উনি কিছু কাজ সংবিধান মেনে করতেন, সেটা নরেন্দ্র মোদির পছন্দ নয়। এবার তো শুনছি রাজনাথ সিংকে হটানোর জন‍্য এবার তাঁকে উপরাষ্ট্রপতি করা হবে।''
advertisement
5/6
ধনখড়ের পদত্যাগের সাথে সাথেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম৷ জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত।
ধনখড়ের পদত্যাগের সাথে সাথেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম৷ জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত।
advertisement
6/6
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুঞ্জন চলছে যে নীতীশ কুমার পরবর্তী উপরাষ্ট্রপতি হলেও হতে পারেন। নীতীশ কুমারের নাম প্রচারকারীরা বলছেন যে, বিজেপি হয়ত বিহারের মুখ্যমন্ত্রী পদের জন্য দলের কাউকে খুঁজছে, অন্যদিকে, বর্তমান মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে উপরাষ্ট্রপতি করে চমক দিতে পারে বিজেপি। তবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা দাবি করলেন, তাতে ফের জল্পনা শুরু হল।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুঞ্জন চলছে যে নীতীশ কুমার পরবর্তী উপরাষ্ট্রপতি হলেও হতে পারেন। নীতীশ কুমারের নাম প্রচারকারীরা বলছেন যে, বিজেপি হয়ত বিহারের মুখ্যমন্ত্রী পদের জন্য দলের কাউকে খুঁজছে, অন্যদিকে, বর্তমান মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে উপরাষ্ট্রপতি করে চমক দিতে পারে বিজেপি। তবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা দাবি করলেন, তাতে ফের জল্পনা শুরু হল।
advertisement
advertisement
advertisement