1/ 5


• দীর্ঘ নয় মাস পর বুধবার খুলে গেল পুরীর জগন্নাথ দেবের মন্দির। লকডাউন শুরুর দিন থেকেই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এই মন্দিরের দরজা ।
2/ 5


• অবশেষে ভক্তদের জন্য তা ফের খুলল । জগন্নাথ মন্দির কমিটি ছাতিসা নিয়োগের তরফে রাজ্য সরকারের কাছে এই মন্দির ফের খোলার প্রস্তাব পাঠানো হয়েছিল । সেই প্রস্তাবে শিলমোহর পড়েছে সরকারের তরফে ।
3/ 5


• তবে এখনই বাইরের ভক্তরা ঢুকতে পারবেন না পুরীর মন্দিরে । শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদেরই অনুমতি দেওয়া হচ্ছে ।