Trump India Tour| তাজমহলের কারিগরদের হাত সত্যি কেটে দেওয়া হয়েছিল? হঠাত্ ইভাঙ্কার প্রশ্নে গাইডের জবাব...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এরই মধ্যে ইভাঙ্কা নীতিনকে প্রশ্ন করে বসেন, তাজমহল যে কারিগররা তৈরি করেছিলেন, তাঁদের হাত কি সত্যি কেটে দেওয়া হয়েছিল?
advertisement
advertisement
advertisement
এরই মধ্যে ইভাঙ্কা নীতিনকে প্রশ্ন করে বসেন, তাজমহল যে কারিগররা তৈরি করেছিলেন, তাঁদের হাত কি সত্যি কেটে দেওয়া হয়েছিল? কারণ কথিত আছে, শাহজাহান তাজমহল তৈরির পরে কারিগরদের হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যাতে দ্বিতীয় তাজমহল না তৈরি করতে পারে ওই কারিগররা৷ এই শাস্তির পরে ওই কারিগরদের আজীবন বেতনেরও ব্যবস্থা করে দেন শাহজাহান৷
advertisement
advertisement