ভারত-চিন সীমান্ত লাদাখের প্যাংগং টিসো লেকের অববাহিকায় জাতীয় পতাকা উত্তোলন করলেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP)-এর জওয়ানরা৷ ১৬ হাজার ফুট উচ্চতায় উড়ল তেরঙ্গা৷ ছবি সৌজন্য: ITBP ট্যুইটার হ্যান্ডেল
2/ 6
শনিবার ITBP-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ওই পতাকা উত্তোলনের সেই ছবি ছবি ও ভিডিও ট্যুইট করা হয়েছে৷ পতাকা উত্তোলনের সঙ্গে দেশাত্মবোধক গান৷ ছবি সৌজন্য: ITBP ট্যুইটার হ্যান্ডেল
3/ 6
ছত্তীসগড়ে নক্সাল দমনে সাহসিকতার পরিচয় দেওয়ায় এ দিন ITBP-র ৬ জওয়ানকে পুরস্কৃতও করা হয়৷ ছবি সৌজন্য: ITBP ট্যুইটার হ্যান্ডেল
4/ 6
আইটিবিপি জানাচ্ছে, চিন সেনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের জন্য ২১ জন জওয়ানকে পুরস্কৃত করা হচ্ছে৷ দুর্গম পাহাড়ি সীমান্তে, প্রচণ্ড প্রতিকূল আবহে জওয়ানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে চিন সেনার বিরুদ্ধে লড়াই করেছে৷ ছবি সৌজন্য: ITBP ট্যুইটার হ্যান্ডেল
5/ 6
COVID-19 বিরুদ্ধে অক্লান্ত লড়াইয়ের জন্য ৩১৮ জন ITBP জওয়ান ও ৪০ CAPF জওয়ানের নাম পুরস্কারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷ ১০ হাজার বেড বিশিষ্ট সর্দার প্যাটেল কোভিড হাসপাতাল অপরাটে করছেন জওয়ানরা৷ ছবি সৌজন্য: ITBP ট্যুইটার হ্যান্ডেল
6/ 6
৯০ হাজার ITBP জওয়ান ৩ হাজার ৪৮৮ কিমি দীর্ঘ ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পাহারা দিচ্ছেন৷ লদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচলপ্রদেশের জাচেপ লা পর্যন্ত৷ ছবি সৌজন্য: ITBP ট্যুইটার হ্যান্ডেল