কাসভকে হিন্দু প্রমাণ করার চেষ্টা হয়েছিল, চাঞ্চল্যকর দাবি প্রাক্তন পুলিশ কমিশনারের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
রাকেশ মারিয়া তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন যে পাকিস্তানের এজেন্সি ISI ২৬/১১-র ১০ হামলাকারীকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করেছিল ৷
প্রাক্তন আপিএস অফিসার ও মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ মারিয়ার আত্মজীবনী প্রকাশিত হওয়ার আগেই সকলের চর্চার বিষয়ে হয়ে উঠেছে ৷ রাকেশ মারিয়া তাঁর আত্মজীবনী ‘লেট মি সে ইট নাও’/ Let Me Say It Now-এ মু্ম্বই 26/11 হওয়া জঙ্গি হামলায় গ্রেফতার হওয়া আজমল কাসভকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ৷
advertisement
advertisement
advertisement