কাসভকে হিন্দু প্রমাণ করার চেষ্টা হয়েছিল, চাঞ্চল্যকর দাবি প্রাক্তন পুলিশ কমিশনারের

Last Updated:
রাকেশ মারিয়া তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন যে পাকিস্তানের এজেন্সি ISI ২৬/১১-র ১০ হামলাকারীকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করেছিল ৷
1/4
প্রাক্তন আপিএস অফিসার ও মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ মারিয়ার আত্মজীবনী প্রকাশিত হওয়ার আগেই সকলের চর্চার বিষয়ে হয়ে উঠেছে ৷ রাকেশ মারিয়া তাঁর আত্মজীবনী ‘লেট মি সে ইট নাও’/ Let Me Say It Now-এ মু্ম্বই 26/11 হওয়া জঙ্গি হামলায় গ্রেফতার হওয়া আজমল কাসভকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ৷
প্রাক্তন আপিএস অফিসার ও মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ মারিয়ার আত্মজীবনী প্রকাশিত হওয়ার আগেই সকলের চর্চার বিষয়ে হয়ে উঠেছে ৷ রাকেশ মারিয়া তাঁর আত্মজীবনী ‘লেট মি সে ইট নাও’/ Let Me Say It Now-এ মু্ম্বই 26/11 হওয়া জঙ্গি হামলায় গ্রেফতার হওয়া আজমল কাসভকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ৷
advertisement
2/4
রাকেশ মারিয়া তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন যে পাকিস্তানের এজেন্সি ISI ২৬/১১-র ১০ হামলাকারীকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করেছিল ৷ প্রমাণ হিসেবে তাদের সঙ্গে জাল আই কার্ড পাঠানো হয়েছিল ৷ কসভের কাছেও এমন একটি আই কার্ড পাওয়া গিয়েছিল যেখানে তার নাম সমীর চৌধুরি লেখা ছিল ৷
রাকেশ মারিয়া তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন যে পাকিস্তানের এজেন্সি ISI ২৬/১১-র ১০ হামলাকারীকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করেছিল ৷ প্রমাণ হিসেবে তাদের সঙ্গে জাল আই কার্ড পাঠানো হয়েছিল ৷ কসভের কাছেও এমন একটি আই কার্ড পাওয়া গিয়েছিল যেখানে তার নাম সমীর চৌধুরি লেখা ছিল ৷
advertisement
3/4
মারিয়া বইতে দাবি করেছেন যে মুম্বই পুলিশ কসভের ফটো জারি করতে চায়নি ৷ তারা সমস্ত রকমের চেষ্টা করেছিলেন যাতে জঙ্গিদের ডিটেল মিডিয়ার কাছে না পৌঁছয় ৷ তিনি আরও দাবি করেছেন যে আন্ডারওয়ার্ল্ড ডল দাউদ ইব্রাহিমের গ্যাংকে কাসভকে হত্যা করারও সুপারি দেওয়া হয়েছিল ৷
মারিয়া বইতে দাবি করেছেন যে মুম্বই পুলিশ কসভের ফটো জারি করতে চায়নি ৷ তারা সমস্ত রকমের চেষ্টা করেছিলেন যাতে জঙ্গিদের ডিটেল মিডিয়ার কাছে না পৌঁছয় ৷ তিনি আরও দাবি করেছেন যে আন্ডারওয়ার্ল্ড ডল দাউদ ইব্রাহিমের গ্যাংকে কাসভকে হত্যা করারও সুপারি দেওয়া হয়েছিল ৷
advertisement
4/4
২৬ নভেম্বর ২০০৮ মুম্বইয়ে ১০ জঙ্গি মিলে তিন জায়গায় হামলা চালায় ৷ ভয়াবহ এই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকশো জন আহত হয়েছিলেন ৷ ১০ জঙ্গির মধ্যে কেবল আজমল কাসভকে জীবিত গ্রেফতার করতে পেরেছিল পুলিশ ৷ ২১ নভেম্বর ২০১২ সালে পুণের ইয়ারাডা সেন্ট্রাল জেল জেলে কাসভের ফাঁসি হয় ৷
২৬ নভেম্বর ২০০৮ মুম্বইয়ে ১০ জঙ্গি মিলে তিন জায়গায় হামলা চালায় ৷ ভয়াবহ এই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকশো জন আহত হয়েছিলেন ৷ ১০ জঙ্গির মধ্যে কেবল আজমল কাসভকে জীবিত গ্রেফতার করতে পেরেছিল পুলিশ ৷ ২১ নভেম্বর ২০১২ সালে পুণের ইয়ারাডা সেন্ট্রাল জেল জেলে কাসভের ফাঁসি হয় ৷
advertisement
advertisement
advertisement