IRCTC Foreign Tour: IRCTC-র বিদেশ ট্যুর প্যাকেজ! ইউরোপের স্বপ্নের শহর ভ্রমণ বাজাটের মধ্যেই, রইল টাকার অঙ্ক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
IRCTC Tourism: IRCTC হাত ধরে বিদেশ সফর৷ আপনি যদি এই বছরের মে মাসে ইউরোপ ট্যুর করতে চান, তাহলে IRCTC আপনাকে একটি দুর্দান্ত সুযোগ দিচ্ছে।
প্রতি বছর দেশ থেকে প্রচুর পর্যটক ইউরোপে বেড়াতে যান। ভারতীয়দের অন্যতম প্রিয় গন্তব্য ফ্রান্স, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম সহ আরও অনেক ইউরোপে দেশগুলো। আপনিও যদি ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, তাহলে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) আপনার জন্য একটি চমৎকার ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে।
advertisement
IRCTC-এর এই প্যাকেজটি ১২ নাইট-১৩ ডেজের৷ এই প্যাকেজে আপনাকে খাবার এবং পানীয় নিয়ে চিন্তা করতে হবে না। যাত্রা শুরু হবে ২৯ মে, ২০২৪ থেকে৷ ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং। IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই ট্যুর প্যাকেজে আপনি জার্মানি, সুইজারল্যান্ড সহ ইউরোপের ৫টি দেশ ভ্রমণের সুযোগ পাবেন। এবং সেটা হবে খুবই পকেট ফ্রেন্ডলি৷
advertisement
advertisement
advertisement