IPS Navjot Simi: জনপ্রিয় IPS নভজ্যোত সিমি, আসলে দন্ত চিকিৎসক! কত টাকা বেতন, কী কাজ জানলে মুগ্ধ হবেন

Last Updated:
IPS Navjot Simi Salary: সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় নভজ্যোত সিমি। দেশের অন্যতম জনপ্রিয় IPS আধিকারিকদের অন্যতম তিনি।
1/7
উচ্চশিক্ষার পর ভাল বেতনের চাকরি পেতে সকলেই চান। কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষায় বসা অনেকেরই জীবনের স্বপ্ন। আমাদের দেশে সেবামূলক কাজের জন্য IAS বা IPS হওয়ার বাসনা পোষণ করেন অনেক যুবক-যুবতী।
উচ্চশিক্ষার পর ভাল বেতনের চাকরি পেতে সকলেই চান। কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষায় বসা অনেকেরই জীবনের স্বপ্ন। আমাদের দেশে সেবামূলক কাজের জন্য IAS বা IPS হওয়ার বাসনা পোষণ করেন অনেক যুবক-যুবতী।
advertisement
2/7
 বর্তমানে যেসব IPS আধিকারিক দেশের নানা প্রান্তে কাজ করে চলেছেন তাঁদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলেন নভজ্যোত সিমি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় নভজ্যোত সিমি। দেশের জনপ্রিয় IPS আধিকারিকদের মধ্যে অন্যতম তিনি।
বর্তমানে যেসব IPS আধিকারিক দেশের নানা প্রান্তে কাজ করে চলেছেন তাঁদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হলেন নভজ্যোত সিমি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় নভজ্যোত সিমি। দেশের জনপ্রিয় IPS আধিকারিকদের মধ্যে অন্যতম তিনি।
advertisement
3/7
 বর্তমানে বিহারের রোহতাস জেলার দেহরি অন সোন-এ এসিপি হিসেবে কর্মরত এই আধিকারিক। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি বিয়ে করেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়ার তৎকালীন মহকুমাশাসক তুষার সিংলাকে। তুষার নিজে একজন IAS আধিকারিক।
বর্তমানে বিহারের রোহতাস জেলার দেহরি অন সোন-এ এসিপি হিসেবে কর্মরত এই আধিকারিক। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি বিয়ে করেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়ার তৎকালীন মহকুমাশাসক তুষার সিংলাকে। তুষার নিজে একজন IAS আধিকারিক।
advertisement
4/7
 ছোটবেলা থেকেই নভজ্যোতের ইচ্ছে ছিল IPS হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। যদিও পড়াশোনার সময় তিনি বেছে নিয়েছিলেন একেবারে অন্য পথ। নভজ্যোত সিমি ডেন্টাল সার্জারিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। পরে নিজেকে তৈরি করেন UPSC পরীক্ষার জন্য। প্রথমবার সফল না হলেও ২০১৭ সালের দ্বিতীয়বার UPSC পরীক্ষায় বসেন তিনি। আর এবার সারা দেশে ৭৩৫ তম স্থান অর্জন করেন।
ছোটবেলা থেকেই নভজ্যোতের ইচ্ছে ছিল IPS হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। যদিও পড়াশোনার সময় তিনি বেছে নিয়েছিলেন একেবারে অন্য পথ। নভজ্যোত সিমি ডেন্টাল সার্জারিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। পরে নিজেকে তৈরি করেন UPSC পরীক্ষার জন্য। প্রথমবার সফল না হলেও ২০১৭ সালের দ্বিতীয়বার UPSC পরীক্ষায় বসেন তিনি। আর এবার সারা দেশে ৭৩৫ তম স্থান অর্জন করেন।
advertisement
5/7
পঞ্জাবের গুরুদাসপুরে ১৯৮৭ সালের ২১ ডিসেম্বর জন্ম নভজ্যোত সিমির। তাঁর বাবা হংসরাজ ইউনিয়ন ব্যাঙ্কে কর্মরত ছিলেন। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার কথা ভেবেছিলেন নভজ্যোত। সেই লক্ষ্যে সব সময় তাঁর পাশে থেকেছেন তাঁর বাবা-মা। সেই মতো দন্তচিকিৎসা নিয়ে পড়াশোনাও করেন। তারপর শুরু হয় UPSC-র প্রস্তুতি।
পঞ্জাবের গুরুদাসপুরে ১৯৮৭ সালের ২১ ডিসেম্বর জন্ম নভজ্যোত সিমির। তাঁর বাবা হংসরাজ ইউনিয়ন ব্যাঙ্কে কর্মরত ছিলেন। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার কথা ভেবেছিলেন নভজ্যোত। সেই লক্ষ্যে সব সময় তাঁর পাশে থেকেছেন তাঁর বাবা-মা। সেই মতো দন্তচিকিৎসা নিয়ে পড়াশোনাও করেন। তারপর শুরু হয় UPSC-র প্রস্তুতি।
advertisement
6/7
 IPS ট্রেনিংয়ের সময়ই সিংলার সঙ্গে তাঁর আলাপ। ঘটনাচক্রে দু’জনেই পঞ্জাবের বাসিন্দা। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি উলুবেড়িয়ার মহকুমাশাসকের অফিসে বসেই রেজিস্ট্রি বিবাহ করেন তাঁরা। যদিও কর্মসূত্রে দু’জনকে দুই রাজ্যে থাকতে হয়।
IPS ট্রেনিংয়ের সময়ই সিংলার সঙ্গে তাঁর আলাপ। ঘটনাচক্রে দু’জনেই পঞ্জাবের বাসিন্দা। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি উলুবেড়িয়ার মহকুমাশাসকের অফিসে বসেই রেজিস্ট্রি বিবাহ করেন তাঁরা। যদিও কর্মসূত্রে দু’জনকে দুই রাজ্যে থাকতে হয়।
advertisement
7/7
সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পান নভজ্যোত সিমি। এই সময় তিনি বেতন পান ৬৭,৭০০ টাকা। সেই সঙ্গে তাঁকে দেওয়া হয় বাড়ি, গাড়ি, চালক ও পরিচারকের সুবিধা। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাঁর কাজ নিজের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে রাখা। সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় নভজ্যোত সিমি।
সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পান নভজ্যোত সিমি। এই সময় তিনি বেতন পান ৬৭,৭০০ টাকা। সেই সঙ্গে তাঁকে দেওয়া হয় বাড়ি, গাড়ি, চালক ও পরিচারকের সুবিধা। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাঁর কাজ নিজের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে রাখা। সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় নভজ্যোত সিমি।
advertisement
advertisement
advertisement