চলতি মাসের লঞ্চ হয়েছে পোস্ট অফিসের নতুন ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কিং সুবিধার পাশাপাশি পোস্ট অফিস ইনস্যুরেন্সেরও পরিষেবা দিয়ে থাকে ৷ ভারতে ব্রিটিশ রাজের সময় ১ ফেব্রুয়ারি ১৮৮৪ Postal Life Insurance অথার্ৎ PLI লঞ্চ করা হয়েছিল ৷ এটা ভারতের সবচেয়ে পুরনো জীবন বিমা ৷ এই যোজনায় আপনি প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত লাইফ ইনস্যুরেন্স করতে পারবে ৷ দেখে নিন পোস্ট অফিসের লাইফ ইনস্যুরেন্স সম্বন্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ৷
Convertible Whole Life Insurance (সুবিধা)
Postal Life Insurance এর এই স্কিম Endowment Assurance এর মতো ৷ ৫ বছর পূর্ণ হওয়ার পর এই স্কিম Endowment Assurance এ চেঞ্জ হয়ে যায় ৷ বিমাকর্তার বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে ৷ যদি ছ’বছরের মধ্যে বিমার স্কিমে কোনও পরিবর্তন না করে তাহলে পলিসিটি Whole Life Assurance মানা হবে ৷ এই পলিসিতে ঋণ নেওয়ারও সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এছাড়া ৩ বছর পর পলিসি সারেন্ডার করা যেতে পারে ৷ তবে পাঁচ বছরের মধ্যে ঋণ নিলে পলিসি সারেন্ডার করার সময় বোনাস পাবেন না বিমাকর্তা ৷
Anticipated Endowment Assurance (সুমঙ্গল)
Postal Life Insurance এর এই প্ল্যান পাঁচ লাখ টাকার বেশি করলে সেটি মানি ব্যাক পলিসি হিসেবে ধরা হবে ৷ যাদের মাঝেমধ্যেই রিটার্নের প্রয়োজন পরে তাদের জন্য এটা অত্যন্ত লাভজনক ৷ এই প্ল্যানে বিমাকর্তা সময় সময়ে Survival Benefits পেতে থাকবেন ৷ যদি বিমাকর্তা মৃত্যু হয় তাহলে Assigneeকে উার্জিত বোনাস সমেত পুরো বিমার টাকা ফেরত দেওয়া হবে ৷