International Women's Day 2022|| আন্তর্জাতিক নারী দিবসে চিনুন দেশের ৮ মহিলা শিক্ষাবিদকে, যাঁদের জন্য সমাজ আজ গর্বিত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
International Women's Day 2022: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটিতে নারী ক্ষমতায়ন, নারীর মর্যাদা, নারীর সমানাধিকার-সহ নানা বিষয় সামনে উঠে আসবে। আজকে চিনে নিন সমাজের আট মহিলা শিক্ষাবিদের বিষয়ে, যাঁদের জন্য আমাদের সমাজ গর্বিত।
*৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটিতে নারী ক্ষমতায়ন, নারীর মর্যাদা, নারীর সমানাধিকার-সহ নানা বিষয়ে আলোচনা সভা, ইভেন্টের আয়োজন করা হয়। সম্প্রতি দেশের পাঁচ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথা জেনেছেন আপনারা। আজকে চিনে নিন সমাজের আট মহিলা শিক্ষাবিদের বিষয়ে। যাদের জন্য আমাদের সমাজ গর্বিত।
advertisement
*নাজমা আখতার (Najma Akhtar): পদ্মশ্রী শিক্ষাবিদ নাজমা আখতার জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia) বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য। তিনি দিল্লির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েরও প্রথম মহিলা আচার্য পদে ছিলেন। জামিয়া মিলিয়ার আগে তিনি কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ছিলেন। তিনি National Institute of Educational Planning and Administration-এর এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ছিলেন। এলাহাবাএর একটি ম্যানেজমেন্ট কলেজেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
advertisement
*নীনা গুপ্তা ( Neena Gupta): ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার ফ্যাকাল্টি মেম্বার এবং ভারতীয় গনিতবিদদের মধ্যে অন্যতম নীনা গুপ্তা। ২০২১ সালে কনিষ্ঠ ম্যাথামেটিসিয়ান (Young Mathematicians) হিসেবে রামানুজ পুরস্কার পান। তিনি সারা পৃথিবীর মধ্যে ৩ নম্বর মহিলা, এবং চতুর্থ ভারতীয় যিনি রামানুজ পুরস্কারে ভূষিত হয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
*ভারতী কালরা (Bharati Kalra): দিল্লির রোহিণীর সরকারি সাহায্যপ্রাপ্ত সর্বোদয় বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপ্যাল ভারতী কালরা। লকডাউনে যখন স্কুল বন্ধ ছিল, সেই সময়ে গবীর পড়ুয়াদের সাহায্যের জন্য পরিবার এবং বন্ধুদের থেকে ৩২১টি স্মার্টফোন সংগ্রহ করেছিলেন। সেই সব ফোন তিনি বাচ্চাদের হাতে তুলে দেন, যাতে তারা ক্লাস করতে পারে। অনেকের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবস্থাও করে দিয়েছিলেন। তাঁকে 'দিল্লি স্টেট টিচার' সম্মানে ভূষিত করে সরকার।
advertisement