Insect: ভারতে ক্যাকটাসের মতো দেখতে শুঁয়োপোকা, কামড়ে কি মৃত্যু নিশ্চিত? ইন্টারনেট উত্তাল!

Last Updated:
Insect: সম্প্রতি যেমন একটি পোকা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত কর্নাটকের কালবুর্গি জেলায় দেখা মিলেছে এই শুঁয়োপোকা জাতীয় কীটের।
1/7
মানুষ তার আশেপাশের প্রকৃতিকে বড় কম চেনে। প্রকৃতিকে না চিনতে পারার এই প্রবণতা আসলে ক্ষতি করে মানুষের। তার সর্বগ্রাসী মনোভাব ক্ষতি করে প্রকৃতির। এই বিশ্বপ্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি যেমন মানুষ, তেমনই প্রচুর উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যারা আমাদের হতবাক করে। অনেক সময় আমরা তাদের ভয় পাই।
মানুষ তার আশেপাশের প্রকৃতিকে বড় কম চেনে। প্রকৃতিকে না চিনতে পারার এই প্রবণতা আসলে ক্ষতি করে মানুষের। তার সর্বগ্রাসী মনোভাব ক্ষতি করে প্রকৃতির। এই বিশ্বপ্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি যেমন মানুষ, তেমনই প্রচুর উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যারা আমাদের হতবাক করে। অনেক সময় আমরা তাদের ভয় পাই।
advertisement
2/7
মনে করি তাদের থেকে আমাদের প্রাণের আশঙ্কা রয়েছে। তাই নির্বিচারে তাদের হত্যা করি। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে পারে। এর সব থেকে বড় দৃষ্টান্ত সাপ। ভয়ের কারণে মানুষ সাপ হত্যা করে। অথচ, সাপকে উত্যক্ত না করলে সে মানুষের কোনও ক্ষতি করে না।
মনে করি তাদের থেকে আমাদের প্রাণের আশঙ্কা রয়েছে। তাই নির্বিচারে তাদের হত্যা করি। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে পারে। এর সব থেকে বড় দৃষ্টান্ত সাপ। ভয়ের কারণে মানুষ সাপ হত্যা করে। অথচ, সাপকে উত্যক্ত না করলে সে মানুষের কোনও ক্ষতি করে না।
advertisement
3/7
তবে শুধু সাপ নয়। আরও অনেক ধরনের পোকামাকড় নিয়েও মানুষের মনে ভয় থাকে। সম্প্রতি যেমন একটি পোকা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত কর্নাটকের কালবুর্গি জেলায় দেখা মিলেছে এই শুঁয়োপোকা জাতীয় কীটের, যার গায়ের রঙ সবুজ। দেখতে ক্যাকটাসের মতো।
তবে শুধু সাপ নয়। আরও অনেক ধরনের পোকামাকড় নিয়েও মানুষের মনে ভয় থাকে। সম্প্রতি যেমন একটি পোকা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মূলত কর্নাটকের কালবুর্গি জেলায় দেখা মিলেছে এই শুঁয়োপোকা জাতীয় কীটের, যার গায়ের রঙ সবুজ। দেখতে ক্যাকটাসের মতো।
advertisement
4/7
ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে এই পোকা। এমন অদ্ভুতদর্শন কীট মানুষের প্রাণের জন্য বিপজ্জনক বলে দাবি করা হচ্ছে। কিন্তু সত্যিই কি এই সামান্য কীটের দংশনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে?
ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে এই পোকা। এমন অদ্ভুতদর্শন কীট মানুষের প্রাণের জন্য বিপজ্জনক বলে দাবি করা হচ্ছে। কিন্তু সত্যিই কি এই সামান্য কীটের দংশনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে?
advertisement
5/7
সম্প্রতি কর্নাটকের কৃষি বিভাগ এই পোকাটি সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। ভাইরাল হওয়া আতঙ্ক থেকে মানুষকে রেহাই দিতে এবং মানুষের হাত থেকে ওই বিশেষ প্রজাতির পোকাকে বাঁচাতেই এই পদক্ষেপ।
সম্প্রতি কর্নাটকের কৃষি বিভাগ এই পোকাটি সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। ভাইরাল হওয়া আতঙ্ক থেকে মানুষকে রেহাই দিতে এবং মানুষের হাত থেকে ওই বিশেষ প্রজাতির পোকাকে বাঁচাতেই এই পদক্ষেপ।
advertisement
6/7
একেবারে শুঁয়োপোকার মতো দেখতে ওই পোকাটির ছবি পোস্ট করে বিভিন্ন সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, এই পোকা কামড়ালে মৃত্যু হবে। কিন্তু সত্যি হল ওই অদ্ভুত দর্শন শুঁয়োপোকা কারও কোনও ক্ষতি করে না। কৃষি বিভাগ স্পষ্ট করে জানিয়েছে যে, এই কীটটিকে নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
একেবারে শুঁয়োপোকার মতো দেখতে ওই পোকাটির ছবি পোস্ট করে বিভিন্ন সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, এই পোকা কামড়ালে মৃত্যু হবে। কিন্তু সত্যি হল ওই অদ্ভুত দর্শন শুঁয়োপোকা কারও কোনও ক্ষতি করে না। কৃষি বিভাগ স্পষ্ট করে জানিয়েছে যে, এই কীটটিকে নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
advertisement
7/7
কৃষি দফতরের আধিকারিক সামাদ পটেল সংবাদমাধ্যমকে স্পষ্ট করে বলেছেন, ‘গুজবে বিশ্বাস করবেন না। এই পোকা কোনও ভাবে কামড়ালেও কারও মৃত্যুর আশঙ্কা নেই।’
কৃষি দফতরের আধিকারিক সামাদ পটেল সংবাদমাধ্যমকে স্পষ্ট করে বলেছেন, ‘গুজবে বিশ্বাস করবেন না। এই পোকা কোনও ভাবে কামড়ালেও কারও মৃত্যুর আশঙ্কা নেই।’
advertisement
advertisement
advertisement