India's Newest Mammal|| অরুণাচলের জঙ্গলে লুকিয়ে ছিল এই বাঁদর, ভারতে আরও এক অদ্ভুত প্রাণীর খোঁজ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
India's Newest Mammal 'White-cheeked Macaque': ভারতে দেখা মিলল এক নতুন প্রজাতির স্তন্যপায়ীর। জ্যুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার একটি দল অরুণাচল প্রদেশে সম্প্রতি এই প্রজাতির বাঁদরের সন্ধান পান। নাম-হোয়াইট চেক ম্যাকাকু।
advertisement
advertisement
advertisement
*অরুণাচল প্রদেশে রেড পান্ডাদের নিয়ে খোঁজ চালাচ্ছিলেন জ্যুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Zoological Survey of India)-র গবেষকরা। সেই সময়েই তাঁদের নজরে আসে বিশেষ প্রজাতির এই স্তন্যপায়ী। পরে ডিএনএ (DNA) টেস্টের পরে তাঁরা বুঝতে পারেন সেগুলি সাদা চেক ম্যাকাকু (White-cheeked Macaques) প্রজাতির বাঁদর। Credit- news18 creative
advertisement
advertisement