Rail: দিওয়ালির মুখে রেলের বিরাট উপহার! জানুয়ারি পর্যন্ত প্রচুর স্পেশ্যাল ট্রেন! কোথা থেকে, কখন কোন ট্রেন ছাড়বে? জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Rail: স্পেশ্যাল ট্রেনগুলি আনন্দ বিহার টার্মিনাল-যোগবাণী-আনন্দ বিহার টার্মিনালের মধ্যে তিনটি ট্রিপের জন্য এবং ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস-আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের মধ্যে দুটি ট্রিপের জন্য উভয় দিক থেকে চলাচল করবে।
*আসন্ন উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে অতিরিক্ত দুই জোড়া উৎসব স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই উৎসব স্পেশ্যাল ট্রেনগুলি আনন্দ বিহার টার্মিনাল-যোগবাণী-আনন্দ বিহার টার্মিনালের মধ্যে তিনটি ট্রিপের জন্য এবং ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস-আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের মধ্যে দুটি ট্রিপের জন্য উভয় দিক থেকে চলাচল করবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*যাত্রীদের সুবিধার জন্য এই স্পেশ্যাল ট্রেনে একটি এসি ২-টিয়ার কাম ৩-টিয়ার, ষোলোটি শয়ন শ্রেণি এবং দুটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে।অন্য আরেকটি স্পেশ্যাল ট্রেন নং. ০১০৬৫ (ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস-আগরতলা) ৩১ অক্টোবর থেকে ০৭ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ১১.০৫ ঘণ্টায় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে রওনা দিয়ে রবিবার ১.১০ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। সংগৃহীত ছবি।
advertisement
*ফেরত যাত্রার সময়, স্পেশ্যাল ট্রেন নং. ০১০৬৬ (আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস) ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত প্রত্যেক রবিবার ১৫.১০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে বুধবার ০৮.২৫ ঘণ্টায় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পৌঁছবে। সংগৃহীত ছবি। *ফেরত যাত্রার সময়, স্পেশ্যাল ট্রেন নং. ০১০৬৬ (আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস) ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত প্রত্যেক রবিবার ১৫.১০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে বুধবার ০৮.২৫ ঘণ্টায় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পৌঁছবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement