Indian Railways: স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে দুই কিশোরী, RPF প্রশ্ন করল, 'তোমরা কারা'? উত্তর শুনেই ঘাম ছুটল পুলিশের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: ইউপির প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। স্টেশনের প্ল্যাটফর্মে দুই কিশোরী শুয়ে ছিলেন, সেই সময় আরপিএএফ অফিসার ঘুমন্ত দুই তরুণীকে ডেকে তুলে জিজ্ঞাস করেন, ‘তোমরা কারা? এখানে ওভারব্রিজের নিচে কেন ঘুমাচ্ছ’।
প্রয়াগরাজ: ইউপির প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। স্টেশনের প্ল্যাটফর্মে দুই কিশোরী শুয়ে ছিলেন, সেই সময় আরপিএএফ অফিসার ঘুমন্ত দুই তরুণীকে ডেকে তুলে জিজ্ঞাস করেন, ‘তোমরা কারা? এখানে ওভারব্রিজের নিচে কেন ঘুমাচ্ছ’, তখন যুবতীদের উত্তর শুনে মহিলা অফিসার স্তম্ভিত হয়ে যান। আসুন পুরো ঘটনা জানি। Representative Image
advertisement
advertisement
advertisement
দুই কিশোরী জানায় যে তারা চাকরি খুঁজতে এবং স্কুলে ভর্তি হতে বাড়ি থেকে বেরিয়েছে। তাদের দূর সম্পর্তকের ভাইয়ের বন্ধু বারাণসী যাওয়ার জন্য প্রয়াগরাজ জংশনে রেখে চলে গিয়েছে। ওরা আরও বলে বারাণসী পৌঁছে বিশ্বনাথ মন্দিরে ভাইয়ের জন্য অপেক্ষা করবে তারা, এবং কয়েকদিন পর ভাইয়ের সেই বন্ধু চাকরি দেবে। Representative Image
advertisement