Indian Railways: লোয়ার বার্থে নেতিয়ে পড়ে এক মহিলা...গোটা বগি জুড়ে তুলকালাম কাণ্ড! হাতাহাতি...মারপিঠ, কী ঘটল এমন?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তিনি যাঁরা ঝগড়া-মারপিঠ করছেন, তাঁদের বলছেন, যে মহিলা প্রেগনেন্ট৷ কেউ অন্তত ওই দিকে নজর দিন৷ অভিযোগ, ঝগড়া, ধাক্কাধাক্কির সময়ই ওই অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারা হয়েছে৷ তারপরেই তিনি জ্ঞান হারিয়েছেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে ভিডিওটি একটি গুরুতর বিষয় অবশ্যই সামনে এনেছে৷ এর মাধ্যমে বুঝতে পারা যায়, সামান্য কোনও একা ঝগড়া মুহূর্তেই কী ভাবে হিংসার আকার ধারণকরতে পারে৷ তাই, যে কোনও সমস্যার মুহূর্তে মাথা ঠান্ডা রাখাটাই আসল৷ তবে, এই ঘটনায় পরে কী হয়েছিল, ওই মহিলা কেমন ছিলেন, কোনও ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা জানা যায়নি৷
