Indian Railways: যাত্রীদের জন্য সুখবর! চালু হল ২টি নতুন ট্রেন! রাজ্যও হবে উপকৃত, সপ্তাহে কবে কখন চলবে এই ট্রেনগুলি? দেখে নিন সময়সূচি

Last Updated:
Indian Railways: রেলপথে যোগাযোগ আরও উন্নত করতে উত্তর পূর্ব সীমান্ত রেল যোগবাণী-শিলিগুড়ি টাউন এবং ডিব্রুগড়-দেওঘরের মধ্যে দুটি নতুন ট্রেন চালু করল।
1/6
রেলপথে যোগাযোগ আরও উন্নত করতে উত্তর পূর্ব সীমান্ত রেল যোগবাণী-শিলিগুড়ি টাউন এবং ডিব্রুগড়-দেওঘরের মধ্যে দুটি নতুন ট্রেন চালু করল। এই ট্রেনগুলির মধ্যে ট্রেন নং. ১৫৭২৩ও ১৫৭২৪ (যোগবাণী-শিলিগুড়ি টাউন-যোগবাণী) সপ্তাহে ৫ দিন এবং ট্রেন নং. ১৫৯২৬ ও ১৫৯২৫ (ডিব্রুগড়-দেওঘর-ডিব্রুগড়) সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করবে।
রেলপথে যোগাযোগ আরও উন্নত করতে উত্তর পূর্ব সীমান্ত রেল যোগবাণী-শিলিগুড়ি টাউন এবং ডিব্রুগড়-দেওঘরের মধ্যে দুটি নতুন ট্রেন চালু করল। এই ট্রেনগুলির মধ্যে ট্রেন নং. ১৫৭২৩ও ১৫৭২৪ (যোগবাণী-শিলিগুড়ি টাউন-যোগবাণী) সপ্তাহে ৫ দিন এবং ট্রেন নং. ১৫৯২৬ ও ১৫৯২৫ (ডিব্রুগড়-দেওঘর-ডিব্রুগড়) সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করবে।
advertisement
2/6
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি চলতি বছরের ২ মার্চ যোগবাণী থেকে শিলিগুড়ি টাউন পর্যন্ত যে ট্রেনটি চলাচল করবে সেটির ভার্চুয়ালি উদ্বোধনও করেন। এই এক্সপ্রেস ট্রেনগুলি অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা-বাণিজ্যকে আরও উন্নত করবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি চলতি বছরের ২ মার্চ যোগবাণী থেকে শিলিগুড়ি টাউন পর্যন্ত যে ট্রেনটি চলাচল করবে সেটির ভার্চুয়ালি উদ্বোধনও করেন। এই এক্সপ্রেস ট্রেনগুলি অসম, পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা-বাণিজ্যকে আরও উন্নত করবে।
advertisement
3/6
ট্রেন নং. ১৫৭২৩ (যোগবাণী-শিলিগুড়ি টাউন) এক্সপ্রেস যোগবাণী থেকে ৫ টা ৪০ মিনিটে রওনা দিয়ে, সেদিনই ১ টা ৩০ মিনিটে শিলিগুড়ি টাউনে পৌঁছবে। আবার ট্রেন নং. ১৫৭২৪ (শিলিগুড়ি টাউন-যোগবাণী) এক্সপ্রেস শিলিগুড়ি টাউন থেকে ৪ টা ৫০ মিনিটে রওনা দিয়ে, রাত ১২ টা ১৫ মিনিটে যোগবাণী পৌঁছবে। এই এক্সপ্রেস ট্রেনগুলি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং শনিবার যাতায়াত করবে। চলতি মাসের ৪ তারিখ থেকে যাত্রা শুরু করবে।
ট্রেন নং. ১৫৭২৩ (যোগবাণী-শিলিগুড়ি টাউন) এক্সপ্রেস যোগবাণী থেকে ৫ টা ৪০ মিনিটে রওনা দিয়ে, সেদিনই ১ টা ৩০ মিনিটে শিলিগুড়ি টাউনে পৌঁছবে। আবার ট্রেন নং. ১৫৭২৪ (শিলিগুড়ি টাউন-যোগবাণী) এক্সপ্রেস শিলিগুড়ি টাউন থেকে ৪ টা ৫০ মিনিটে রওনা দিয়ে, রাত ১২ টা ১৫ মিনিটে যোগবাণী পৌঁছবে। এই এক্সপ্রেস ট্রেনগুলি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং শনিবার যাতায়াত করবে। চলতি মাসের ৪ তারিখ থেকে যাত্রা শুরু করবে।
advertisement
4/6
এই ট্রেনগুলি পূর্নিয়া জংশন, কাটিহার জংশন, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, বাগডোগরা এবং শিলিগুড়ি জংশন হয়ে চলাচল করবে। ট্রেনগুলিতে যাত্রীদের জন্য ১২ টি সেকেন্ড ক্লাস, ৩ টি চেয়ার কার এবং ১ টি এসি চেয়ার কার কোচ থাকবে।
এই ট্রেনগুলি পূর্নিয়া জংশন, কাটিহার জংশন, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, বাগডোগরা এবং শিলিগুড়ি জংশন হয়ে চলাচল করবে। ট্রেনগুলিতে যাত্রীদের জন্য ১২ টি সেকেন্ড ক্লাস, ৩ টি চেয়ার কার এবং ১ টি এসি চেয়ার কার কোচ থাকবে।
advertisement
5/6
অন্যদিকে, ট্রেন নং. ১৫৯২৬ (ডিব্রুগড়-দেওঘর) এক্সপ্রেস ডিব্রুগড় থেকে রাত ১১ টা ৩০ মিনিটে রওনা হয়ে পরের দিন সকাল ৬ টায় দেওঘর পৌঁছবে। ট্রেন নং. ১৫৯২৫ (দেওঘর-ডিব্রুগড়) এক্সপ্রেস দেওঘর থেকে রাত ৮ টা বেজে ৫ মিনিটে রওনা দিয়ে, পরের দিন ১১ টায় ডিব্রুগড় পৌঁছবে। এই ট্রেনগুলি যাত্রার সময় উত্তর লখিমপুর, রাঙাপাড়া উত্তর, ওদালগুড়ি, রঙিয়া জংশন, নলবাড়ি, বরপেটা রোড, কোকরাঝাড়, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কাটিহার জংশন, ভাগলপুর এবং মোহনপুর হয়ে চলাচল করবে।
অন্যদিকে, ট্রেন নং. ১৫৯২৬ (ডিব্রুগড়-দেওঘর) এক্সপ্রেস ডিব্রুগড় থেকে রাত ১১ টা ৩০ মিনিটে রওনা হয়ে পরের দিন সকাল ৬ টায় দেওঘর পৌঁছবে। ট্রেন নং. ১৫৯২৫ (দেওঘর-ডিব্রুগড়) এক্সপ্রেস দেওঘর থেকে রাত ৮ টা বেজে ৫ মিনিটে রওনা দিয়ে, পরের দিন ১১ টায় ডিব্রুগড় পৌঁছবে। এই ট্রেনগুলি যাত্রার সময় উত্তর লখিমপুর, রাঙাপাড়া উত্তর, ওদালগুড়ি, রঙিয়া জংশন, নলবাড়ি, বরপেটা রোড, কোকরাঝাড়, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, কাটিহার জংশন, ভাগলপুর এবং মোহনপুর হয়ে চলাচল করবে।
advertisement
6/6
ট্রেনগুলিতে যাত্রীদের জন্য ২ টি এসি ২-টিয়ার, ৬ টি এসি ৩-টিয়ার, ৭ টি স্লিপার ক্লাস এবং ৪ টি সেকেন্ড ক্লাস কোচ থাকবে। এই নতুন ট্রেনগুলির ফলে উত্তরবঙ্গ এবং বিহার অঞ্চলের যাত্রীরা যে খুবই উপকৃত হবেন তা বলাই বাহুল্য।
ট্রেনগুলিতে যাত্রীদের জন্য ২ টি এসি ২-টিয়ার, ৬ টি এসি ৩-টিয়ার, ৭ টি স্লিপার ক্লাস এবং ৪ টি সেকেন্ড ক্লাস কোচ থাকবে। এই নতুন ট্রেনগুলির ফলে উত্তরবঙ্গ এবং বিহার অঞ্চলের যাত্রীরা যে খুবই উপকৃত হবেন তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
advertisement