Indian Railways: ৬৪ বন্দে ভারত...! ৭০ অন্য ট্রেন...! দেখুন ভারতীয় রেলের নতুন টাইম টেবিল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: রেল মন্ত্রক থেকে প্রকাশ করা হল ভারতীয় রেলের নতুন সময়সূচি। ট্রেনগুলির টাইম টেবিল প্রকাশ করেছে রেল৷ নতুন সময়সূচির তালিকায় ৬৪টি বন্দে ভারত ট্রেনের সঙ্গে রয়েছে ৭০টি অন্যান্য ট্রেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রেলের তরফে জানানো হয়েছে, অক্টোবর থেকে ১২টি ট্রেনের পরিষেবা বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ৯০টি নতুন স্টেশনে ট্রেনের পরিষেবা প্রসারিত করা হয়েছে। এদিকে গতি বাড়িয়ে ২২টি ট্রেনকে নতুন করে 'সুপারফাস্ট' করা হয়েছে। তবে নতুন টাইম টেবিলে যাত্রী ট্রেনের সময় এবং স্লিপ কোচ পরিষেবাগুলির সময় অন্তর্ভুক্ত করা হয়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৩৪৬৫১ বারুইপুর-শিয়ালদহ লোকালও রবিবার থেকে ফের চালু করা হচ্ছে। দুপুর ২ টো ৪৪ মিনিটে বারুইপুর থেকে ট্রেনটি ছাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল। এই ট্রেনটিও আগে চলত তবে মাঝে বন্ধ করা হয়েছিল। এদিকে ১ অক্টোবর থেকে চালু হয়েছে ৩৪৬৫২ শিয়ালদহ-বারুইপুর লোকাল ট্রেনটিও। দুপুর ১ টা ৪৭ মিনিটে শিয়ালদহ থেকে সেই ট্রেন ছাড়বে।