Indian Railways: ‘টিকিটটা দেখি’, TTE বলতেই জামা-প্যান্ট খুলতে শুরু করে দিল AC কোচের যাত্রী! ছুটে এল RPF..তার সামনেই..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিন্তু, অদ্ভুতভাবে শুধু ওই অংশের ভিডিয়োই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ সমালোচনার মুখে পড়ে RPF৷
ক’দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ট্রেনের AC কোচের একটি ভিডিও৷ যেখানে এক পুরুষ যাত্রী সকলের সামনেই খুলতে শুরু করেছেন তাঁর জামা-প্যান্ট৷ সামনে দাঁড়িয়ে RPF কর্মীরা৷ ভিডিয়োয় এক মহিলাকেও দেখা যায়৷ নেটিজেনরা প্রশ্ন তোলে, টিকিট না থাকলে কি এখন প্যাসেঞ্জারদের জামা-প্যান্ট খুলিয়েও চেক করা হয়? নাকি ঘটনার পিছনে কারণ ছিল অন্য... Generated image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সৌম্য বলেন, "তিনি (মহিলা TTE) একটি ভিডিও তুলে আরপিএফ কন্ট্রোল রুমে ফোন করে জানান যে একজন অননুমোদিত পুরুষ যাত্রী এইচ১ কোচে বসে অসম্মানজনক আচরণ করছেন। আরপিএফ অফিসার এবং আমার দুই কনস্টেবল ট্রেনে উঠে পড়েন। তারা যখন তার সাথে কথা বলার চেষ্টা করছিলেন, তখন ট্রেনটি চলতে শুরু করে। আদর্শভাবে, আরপিএফের ট্রেন থামানো উচিত ছিল, কিন্তু পরিবর্তে, আরপিএফ অফিসারের নির্দেশ অনুসারে তারা নেমে যান," তিনি বলেন।
advertisement
advertisement
পরে রায়চুর আরপিএফ এক বিবৃতিতে ওই ব্যক্তিকে মানসিকভাবে অস্থির বলে বর্ণনা করে বিবৃতি জারি করে৷ সেখানে বলা হয়, "একজন মানসিকভাবে অস্থির ব্যক্তি ওয়াদিতে ট্রেনে উঠেছিলেন। রায়চুরে পৌঁছানোর পর, আরপিএফ এবং জিআরপি ঘটনাস্থলে উপস্থিত হয়। অল্প সময়ের জন্য ট্রেন থামানো এবং লোকটির প্রতিরোধের কারণে, ট্রেন থেকে নামানো সম্ভব হয়নি। পরে পরবর্তী স্টেশনে তাকে নামিয়ে দেওয়া হয়।" Generated image