Sealdah-Benaras New Train: দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল, শিয়ালদহ থেকে বারাণসী যাওয়ার নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালু, উইকেন্ডে ঘুরে আসতে পারেন অনায়াসে
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Pooja Basu
Last Updated:
Amrit Bharat Express: অফিস সেরে দিব্যি চেপে বসুন এই ট্রেনে৷ রাতে উঠলে সকালেই পৌঁছে যাবেন বারাণসী৷ উইকেন্ড কাটিয়ে আবার ফিরে আসুন
advertisement
এই যাত্রা যাত্রীদের জন্য এক অনন্য ও উৎসাহব্যঞ্জক অভিজ্ঞতা হতে চলেছে, যেখানে দুই শহরের ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে আধুনিক রেল প্রযুক্তির ছোঁয়া। এই ট্রেনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক প্রযুক্তি—উভয় প্রান্তে ইঞ্জিন সংযোজন, যা ট্রেনটিকে আরও দ্রুতগামী করার পাশাপাশি যাত্রাকে করেছে আরও মসৃণ ও ঝাঁকুনিমুক্ত। আধুনিক রেল যাত্রায় এটি এক পথপ্রদর্শক হিসেবে আত্মপ্রকাশ করেছে।
advertisement
শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস (নং ২২৫৮৭) প্রতি সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার ও বুধবার সন্ধ্যা ১৯:৩০ টায় শিয়ালদহ থেকে যাত্রা করবে। ট্রেনটি প্রথম প্রধান স্টেশন দুর্গাপুরে পৌঁছবে ২১:১৯ টায় এবং ছাড়বে ২১:২১ টায়। এরপর আসানসোল জংশনে পৌঁছবে ২১:৪২ টায় ও ছাড়বে ২১:৪৫ টায়, মধুপুর জংশনে পৌঁছবে ২২:৩৫ টায় ও ছাড়বে ২২:৩৭ টায় এবং জসিডিহ জংশনে পৌঁছবে ২২:৫৬ টায় ও ছাড়বে ২২:৫৮ টায়।
advertisement
advertisement
advertisement
advertisement







