স্মার্টফোন হাতে থাকলে কী না হয় আজকাল ৷ খিদে পাচ্ছে, খাবার আপনার দোড়গোড়ায় ৷ নতুন জামা চাই, তাও চলে আসবে আপনার বাড়ির দরজায় ৷ হলুদ ট্যাক্সি না পেলে, মোবাইল খুলে অ্যাপ ক্যাব ! ব্যস, টুক করে আপনার সামনে ট্যাক্সি এসে হাজির ৷ তবে এই সব এখন বেশ পুরনো ৷ কারণ, এবার গাড়ির তেল পৌঁছে যাবে আপনার বাড়িতেই !