অভিযানে 'ইয়েতি'! বরফের বুকে বিশাল পায়ের ছাপ, ছবি শেয়ার করল ভারতীয় সেনা

Last Updated:
1/8
দুশো বছরের রূপকথা কী এবার ঘোর বাস্তব হতে চলেছে? আর সেই ঐতিহাসিক ঘটনার পিছনে থাকছে ভারতীয় সেনার অবদান! (Image: twitter.com/adgpi)
দুশো বছরের রূপকথা কী এবার ঘোর বাস্তব হতে চলেছে? আর সেই ঐতিহাসিক ঘটনার পিছনে থাকছে ভারতীয় সেনার অবদান! (Image: twitter.com/adgpi)
advertisement
2/8
নেপালের মাকালু বেস ক্যাম্পের খুব কাছে ইয়েতির পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি ভারতীয় সেনার। ছবি প্রকাশের পরই দুনিয়া জুড়ে তোলপাড়। (Image: Special Arrangement)
নেপালের মাকালু বেস ক্যাম্পের খুব কাছে ইয়েতির পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি ভারতীয় সেনার। ছবি প্রকাশের পরই দুনিয়া জুড়ে তোলপাড়। (Image: Special Arrangement)
advertisement
3/8
রহস্যে ঢাকা হিমালয়ের বুকে আরও বড় এক রহস্য। যে রহস্যভেদে বারবার ছুটে গিয়েছেন এডমন্ড হিলারি, এরিক শিপটন, স্কট ম্যাকনেলের মতো বহু অভিযাত্রী। (Image: twitter.com/adgpi)
রহস্যে ঢাকা হিমালয়ের বুকে আরও বড় এক রহস্য। যে রহস্যভেদে বারবার ছুটে গিয়েছেন এডমন্ড হিলারি, এরিক শিপটন, স্কট ম্যাকনেলের মতো বহু অভিযাত্রী। (Image: twitter.com/adgpi)
advertisement
4/8
নেপালের মাকালু বেস ক্যাম্পের খুব কাছে ইয়েতির পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি ভারতীয় সেনার। ছবি প্রকাশের পরই দুনিয়া জুড়ে তোলপাড়।  (Image: Special Arrangement)
নেপালের মাকালু বেস ক্যাম্পের খুব কাছে ইয়েতির পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি ভারতীয় সেনার। ছবি প্রকাশের পরই দুনিয়া জুড়ে তোলপাড়। (Image: Special Arrangement)
advertisement
5/8
সেই ইয়েতিরই পা-ই কী সম্প্রতি পড়েছিল নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে? ভারতীয় সেনাবাহিনীর এই দাবি ঘিরেই তোলপাড়। টুইটে সেনার ঘোষণা, (Image: Special Arrangement)
সেই ইয়েতিরই পা-ই কী সম্প্রতি পড়েছিল নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে? ভারতীয় সেনাবাহিনীর এই দাবি ঘিরেই তোলপাড়। টুইটে সেনার ঘোষণা, (Image: Special Arrangement)
advertisement
6/8
গত ৯ এপ্রিল নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে ৩২*15 ইঞ্চির এই পায়ের ছাপটি পাওয়া যায়। এর আগে মাকালু-বরুণ ন্যাশনাল পার্কে এধরণের পায়ের ছাপ মিলেছিল (Image: Special Arrangement)
গত ৯ এপ্রিল নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে ৩২*15 ইঞ্চির এই পায়ের ছাপটি পাওয়া যায়। এর আগে মাকালু-বরুণ ন্যাশনাল পার্কে এধরণের পায়ের ছাপ মিলেছিল (Image: Special Arrangement)
advertisement
7/8
ভারতীয় সেনা মুখপাত্রের দাবি, বেশ কয়েকদিন ধরে পরীক্ষার পর মনে করা হচ্ছে, রহস্যজনক ওই পায়ের ছাপ ইয়েতির হলেও হতে পারে। তবে সেই দাবি উড়িয়ে দিচ্ছেন অভিযাত্রী ও বিজ্ঞানীদের একটি অংশ। (Image: Special Arrangement)
ভারতীয় সেনা মুখপাত্রের দাবি, বেশ কয়েকদিন ধরে পরীক্ষার পর মনে করা হচ্ছে, রহস্যজনক ওই পায়ের ছাপ ইয়েতির হলেও হতে পারে। তবে সেই দাবি উড়িয়ে দিচ্ছেন অভিযাত্রী ও বিজ্ঞানীদের একটি অংশ। (Image: Special Arrangement)
advertisement
8/8
২০০৮ সালেও পশ্চিম নেপালের এক পাহাড়ে অভিযান সেরে ফেরার সময় রহস্যজনক পায়ের ছাপ খুঁজে পান একদল জাপানী অভিযাত্রী। তবে সেই পায়ের ছাপের কোনও ছবি তোলেননি তাঁরা। (Image: Special Arrangement)
২০০৮ সালেও পশ্চিম নেপালের এক পাহাড়ে অভিযান সেরে ফেরার সময় রহস্যজনক পায়ের ছাপ খুঁজে পান একদল জাপানী অভিযাত্রী। তবে সেই পায়ের ছাপের কোনও ছবি তোলেননি তাঁরা। (Image: Special Arrangement)
advertisement
advertisement
advertisement