Indian Army: শত্রুদের হঠাৎ আক্রমণ করবে 'ভৈরব কমান্ডো'! আধুনিক অস্ত্র-ড্রোনে সজ্জিত ভারতীয় সেনার নতুন বাহিনী! ঘুম উড়বে পাকিস্তানের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Indian Army: দেশের সুরক্ষার জন্য চিন, পাকিস্তান সীমান্তে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা, সেনাকে আরও শক্তিশালী করার কাজ নিয়মিত করেই থাকে ভারতীয় সেনা। এবার সেই সূত্রেই মোতায়েন করা হচ্ছে 'ভৈরব লাইট কমান্ডো'।
advertisement
দেশের সুরক্ষার জন্য চিন, পাকিস্তান সীমান্তে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা, সেনাকে আরও শক্তিশালী করার কাজ নিয়মিত করেই থাকে ভারতীয় সেনা। এবার সেই সূত্রেই মোতায়েন করা হচ্ছে 'ভৈরব লাইট কমান্ডো'। সেনার ইনফ্যান্ট্রি উইং-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমারের মতে, "পাঁচটি ভৈরব ব্যাটালিয়ন এখন পুরোপুরি কার্যকর। আরও চারটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে এবং বাকি ১৬টি আগামী ছয় মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।"
advertisement
advertisement
কিন্তু কী করবে এই বাহিনী, অর্থাৎ এই বাহিনীর মূল কাজ কী হবে? জানা গিয়েছে, এই বাহিনীর মূল উদ্দেশ্য পদাতিক সেনা এবং বিশেষ বাহিনীর মধ্যে ক্ষমতার ব্যবধান পূরণ করা। জেনারেল অজয় কুমার বলেন, এই ব্যাটালিয়নগুলি চিন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে দ্রুত এবং উচ্চ-প্রভাবশালী অভিযানের জন্য তৈরি করা হয়েছে।
advertisement
সেনার অপারেশনাল নীতিতে ঘাতক প্লাটুন এবং ভৈরব ইউনিটের বিশেষ ভূমিকার উপর জোর দিয়ে অজয় কুমার জানান, ঘাতক প্লাটুনে প্রায় ২০ জন কমান্ডো থাকে, যেখানে প্রতিটি ভৈরব ইউনিটে ২৫০ জন কমান্ডো থাকে। প্রচলিত পদাতিক ব্যাটালিয়নের বিপরীতে, ভৈরব ইউনিটগুলি এক ধরনের ইন্টিগ্রেটেড ফর্মেশন, যেখানে এয়ার ডিফেন্স, আর্টিলারি এবং সিগন্যালের মতো বিভিন্ন বিভাগ থেকে সেনারা আসেন।
advertisement
