Ind vs Pak: নিজের লোকের উপর বোমা ফেলে ওরা, ৪ লক্ষ মহিলার গ্যাংরেপ, ভারতের দিকে আঙুল তোলায়, পাকিস্তানের আঙুল মুচড়ে দিল ভারত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Crime Against Woman: নিজেদের মহিলাদের সম্মান ওরা নিজেরাই রক্ষা করতে পারেনি...
: আন্তর্জাতিক মঞ্চে ফের একবার পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিল। ভারত আবারও পাকিস্তানকে তিরস্কার করেছে। ভারত আবারও রাষ্ট্র সংঘে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এবং তাদের ভণ্ড নীতি এবং মিথ্যা প্রচারের ডঙ্কার যে মুখোশ তা খুলে দিয়েছে। ইউএন -এ ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি. হরিশ রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদে কড়া অবস্থান নিয়ে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের বারবারের ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করেছেন। Photo- Collected
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাকিস্তানের মিথ্যাচার উন্মোচিততিনি আরও বলেন, পাকিস্তানের কৌশল কেবল বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারা নিজেদের ব্যর্থতা এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ড লুকানোর জন্য ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলে। ভারতীয় রাষ্ট্রদূত হরিশ জোর দিয়ে বলেন যে বিশ্ব সম্প্রদায় পাকিস্তানের এই অপপ্রচার স্পষ্টভাবে দেখছে এবং বুঝতে পারছে। তিনি পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে মিথ্যা গল্প বলার পরিবর্তে তার অভ্যন্তরীণ সমস্যা, সন্ত্রাসবাদের আশ্রয় এবং মানবাধিকার লঙ্ঘনের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেন। Photo- Representative
advertisement
ভারত বারবার পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিচ্ছেরাষ্ট্র সংঘের মঞ্চ থেকে ভারত পাকিস্তানকে সমালোচনার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, এই ঘটনা প্রথমবার নয়। ভারত বারবার আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দিয়েছে যে পাকিস্তান সন্ত্রাসবাদের নিরাপদ আঁতুরঘর এবং তার মাটিতে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে বিকশিত হওয়ার জায়গা দেয়। হরিশের এই বক্তব্যের মাধ্যমে ভারত আবারও স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনও ধরণের বিভ্রান্তিকর বক্তব্য সহ্য করবে না এবং প্রতিটি প্ল্যাটফর্মে পাকিস্তানের মিথ্যাচারের মুখোশ টেনে খুলে দেবে৷ Photo- Collected